নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

শূন্য ------------------

২১ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:৩০


বুকের ভিতর সবই আজ শূন্যের দখলে
শূন্য আমায় কাদাচ্ছে সকালে বিকালে
চারিদিকে ফাঁদ পেতেছে শূন্যেরই সব মায়া
বিশ্বাস হারালে পরে থাকে শূন্যেরই ছায়া।

চলো আজ শুরু করি
শূন্য শূন্য খেলা
তুমি শূন্য ,আমি শূন্য ,
সবই শূন্যের ভবের মেলা।
বুকের ভিতর সবই ,আজ শূন্যের দখলে
শূন্য আমায় কাদাচ্ছে ,সকালে বিকালে।

ভাললোবাসা শূন্য,অভিমান শূন্য
সুখ শূন্য,দুঃখ শূন্য
চারিদিকে ফাঁদ পেতেছে
শূন্যেরই সব মায়া
বিশ্বাস হারালে পরে
থাকে শূন্যেরই ছায়া।
মনের ভিতর আজ শুধু শূন্যেরই বসতঘর
এক জীবন গেলো খুজতে শূন্যের কারিগর।
বুকের ভিতর সবই আজ শূন্যের দখলে
শূন্য আমায় কাদাচ্ছে সকালে বিকালে।



কোন হাটে চলে বন্ধু, এই শূন্যের বেচাকেনা
শূন্য কেনার মানুষ ,যায়না সহজে চেনা।
বুকের ভিতর সবই আজ শূন্যের দখলে
শূন্য আমায় কাদাচ্ছে সকালে বিকালে।।
-----------------------------------
দরদী হারুন
২১/১০/২০১৬

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:০১

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন!:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.