নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

সাদামাটা ভালবাসা

২৮ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

মনোলীনা, আমি কখনো তোমাকে বলিনি, ভালবাসি
কি দরকার অযথা তিনটি শব্দ বলে সময়ের অপচয় করা

ততোক্ষনে আমি তোমার সাদামাঠা চোখ নিয়ে মনে মনে
পাহড়ের গায়ে খোদাই করে, কিছু অসাধারন শব্দ লিখে ফেলবো,
সেখানে থাকবে একজন কিশোরের আত্মকথা,
শধুমাত্র একবার তোমার চোঁখের দিকে তাকিয়ে কি ভাবে
একজন কিশোর মুহূর্তে যুবক হয়ে গেল

এখন অন্য নারীর চোঁখে শধুই মানুষের ভীড় দেখি,
মনোলীনা, তোমার চোঁখ তবুও একেবারে সাদামাটা।

ততোক্ষনে আমি তোমার হাত দুটোর বিষয়ে
রাষ্ট্রপ্রতি বরাবর আবেদন করবো,
লিখবো, আমার মত রাষ্ট্রের একজন সাধারন নাগরিক
শুধু তোমার হাতের ছোঁয়ায় কবি হয়ে উঠেছে,
তাই তোমার সন্মানে, মহান সংসদে প্রস্তাবনা পাঠ করা হোক।

এখন অন্য নারীর হাতের স্পর্শ আমার চোখ কখনো ছল ছল করে না,
মনোলীনা, তোমার হাত দুটো খুবই সাদামাটা

ততোক্ষনে আমি তোমার দু ঠোঁট নিয়ে রুপকথার গল্প লিখে ফেলবো,
কি ভাবে সমুদ্রের উত্তাল ঢেউ লুকিয়েছে সেখানে তাও লিখবো,
পানি দেখলে যে রাজকুমার ভয় পায়,
সে কি ভাবে এই সমুদ্র পাড়ি দেয় সেই সাহসী গল্প সবাইকে শুনাবো,
দু ঠোঁটের মাঝে কি ভাবে মানুষের হৃৎপিণ্ড থাকে সে কথা ও বলবো।

অন্য কোন নারীর ঠোটেই আর আত্মহত্যার ইচ্ছা জাগেনা,
মনোলীনা, তোমার ঠোট দুটো খুবই সাদামাটা।

ততোক্ষনে আমি তোমার শরীরের পাল্লাগুলো খুব যত্ন করে খুলতে থাকবো,
একটা করে পাল্লা খুলবো আর নতুন করে
পাহাড়, সমুদ্র, আকাশ আবিষ্কার করবো ,
তারপর হঠাৎ দেখবো একটা কারাগার,
তারপর দেখবো একজন বন্দী হাসি মুখে বসে সেখানে কবিতা লিখছে।

অন্য কোন নারীর শরীরের পাল্লাগুলোতে তীব্র কষ্টের গল্প নেই,
মনোলীনা, তোমার শরীরের গ্ন্ধ খুবই সাদামাটা ।

মনোলীনা, আমি কখনো তোমাকে বলিনি, ভালবাসি
এতো সময় আমার নেই, আমি খুবই সাদামাটা একজন কবি।
-----------------------------------
জি , এম, হারুন অর রশিদ
২৬.১০.২০১৬

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

মার্কো পোলো বলেছেন:
চমৎকার। রোমান্টিকতার আবহে চমৎকার লিখেছেন।

২| ২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:০৬

রক্তিম দিগন্ত বলেছেন:
কবিতাটা বেশ। কিন্তু, অনেকগুলো ভুল বানান কবিতার আকর্ষণ অনেকটাই কমিয়ে দিয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.