নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

এক পকেট অভিমান

১৭ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

---------------
অভিমান -১
-----------
যুবতী-

তুমি আমাকে
নষ্ট করার
করছ খেলা
কষ্ট দেবার
খুলছ মেলা ,

আমি -

কষ্ট করে নষ্ট হব
নষ্ট হয়ে কষ্ট পাব।-------
------------------------------
অভিমান -২
------
- জি,এম, হারুন-অর-রশিদ
যুবক
আমি,

একলা নীড়ে

আনমনে হয়ে যাই

জীবনানন্দ দাস।।


যুবতী
তুমি,

বলাকার ভীড়ে

বনলতা সেন না হয়ে

হতে চাও নিঃসঙ্গ আকাশ।।
--------------------------------------
অভিমান -৩
-----
যুবতী,

নিজেকে দেখে আয়নাতে

—–কিছুই চায়না

শুধু ঋণী থাকতে চায়
নিজের কাছে।

যুবক,

শুধু থাকে হাত পেতে

——কিছুই পায়না

সুখ স্বপ্নে ঋণী হয়
যুবতীর কাছে।।
---------------------------
অভিমান -৪
-----
যুবতী-
তোমার উষ্ঠদ্বয়ে ঝুলন্ত ঐ স্বপ্নীল
হাসি
ফাঁসি
হয়ে ঝুলে থাকে যুবকের অন্তরে অনাবিল,
জানি
মানি
ইচ্ছে করে যুবকের সর্বনাশ কর সর্বনাশী
করে
সরে
থেকেও সর্বদাই যুবককে দাও শুধু হাতছানি ।।
--------------------------------------------------
অভিমান -৫
-----
তুমি
বড্ড অহংকারী
তোমার হৃদয়ে নাকি বদ্ধ
আমার ভালবাসার অভিধান
আমি
কষ্টের সহচারী
অভিধানে মাত্র দুটি শব্দ
দুঃখ আর অভিমান
---------------------------------
অভিমান -৬
----------------
তুমি,

শীতের সকালে হ্রদয়ের আর্দ্রতা

সবুজের আঁবরণে শিশির টলমলে।।

আমি,

তোমার চোঁখে সমুদ্রের গভীরতা

ভালবাসা সাঁতার কাটে নোঁনা জলে ।।


------------------------------
জি,এম, হারুন-অর-রশিদ

শাহপরান হল ।।

শাবিপ্রবি—১৯৯১-১৯৯৪

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.