নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
আমার গভীর ঘুম আমাকে মৃত মানুষের কাছে নিয়ে যায়
ঘুমের মাঝে আমি তাদের সাথে কথা বলি, নিজের কথা বলি
তাদের সুখ দুখের গল্প শুনি, তাদের অভিমানের কথা শুনি
তাদের দীর্ঘ অপেক্ষার বিরহে ব্যাথিত হই।
গভীর ঘুমে আমি আমার মৃত বাবার সাথে গল্প করি,
বাবা সারাক্ষন আমার হাত ধরে রাখে,যাতে হারিয়ে না যাই,
আমরা কেমন আছি জানতে চায়,
মা’র ডায়বিটিস এর খবর নেয়,
সবার খবর নেওয়া শেষ হলে,
আমার হাত ছেড়ে বলে,
তুই এখন চলে যা,
তোর সন্তান তোর অপেক্ষায় আছে,
আমি বিভ্রান্ত হই ,বাবার জন্য থাকবো
না সন্তানের জন্য ফিরে যাবো,
তারপর একসময় খুবই মনখারাপ করে চলে আসি।
এভাবে আসা যাওয়ার মাঝে একদিন হয়তো থেকে যাবো।
আমি জানি ,একদিন, আমার ঘুম আমাকে প্রচন্ড ভালবেসে
আমাকে আর ফিরে আসার শেষ গাড়িটাতে উঠতে দিবে না ।
---------
জি এম হারুন অর রশিদ
১১/০১/২০১৭
২| ১১ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: শুভেচ্ছা রইল
©somewhere in net ltd.
১| ১১ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২১
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল