নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

গভীর ঘুম

১১ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৮


আমার গভীর ঘুম আমাকে মৃত মানুষের কাছে নিয়ে যায়
ঘুমের মাঝে আমি তাদের সাথে কথা বলি, নিজের কথা বলি
তাদের সুখ দুখের গল্প শুনি, তাদের অভিমানের কথা শুনি
তাদের দীর্ঘ অপেক্ষার বিরহে ব্যাথিত হই।
গভীর ঘুমে আমি আমার মৃত বাবার সাথে গল্প করি,
বাবা সারাক্ষন আমার হাত ধরে রাখে,যাতে হারিয়ে না যাই,
আমরা কেমন আছি জানতে চায়,
মা’র ডায়বিটিস এর খবর নেয়,
সবার খবর নেওয়া শেষ হলে,
আমার হাত ছেড়ে বলে,
তুই এখন চলে যা,
তোর সন্তান তোর অপেক্ষায় আছে,
আমি বিভ্রান্ত হই ,বাবার জন্য থাকবো
না সন্তানের জন্য ফিরে যাবো,
তারপর একসময় খুবই মনখারাপ করে চলে আসি।
এভাবে আসা যাওয়ার মাঝে একদিন হয়তো থেকে যাবো।
আমি জানি ,একদিন, আমার ঘুম আমাকে প্রচন্ড ভালবেসে
আমাকে আর ফিরে আসার শেষ গাড়িটাতে উঠতে দিবে না ।
---------
জি এম হারুন অর রশিদ
১১/০১/২০১৭

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২১

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল

২| ১১ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.