নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
মনোলীনা,
আমি প্রতিদিন ঘুম থেকে জেগে দেখি,
আমার আয়নার বয়স বেড়ে যাচ্ছে,
আয়নার কাচটা দিন দিন ঝাপসা হয়ে যাচ্ছে
আয়নায় মাথার চুল গুলো কেমন যেন
অভিমানী মেঘের মত দেখায়।
আয়নাতে মুখের চামড়াতে এখন আর
দুপুর বেলার সূর্য ঝিলিক দেয়না ,
আয়নায় দেখি, গালের দাড়ি গুলোতে
সাদা কাশবন লুকোচুরি করে।
আমার আয়নার দৃষ্টিতে পেয়েছে অলসতা
দুরের কিছু দেখতে, চশমাতে চড়তে হ্য়।
তবুও আয়নাটা বদলাতে ইচ্ছে করেনা,
আমার মত আয়নার ও বয়স বাড়ছে
বয়স বাড়লেই সব বদলাতে হয়না।
মনোলীনা,
বয়স বাড়লেও সব সমুদ্রেই ঢেউ থাকে
আমার পুরোন আয়নার দিকি তাকিয়ে থাকতে থাকতে
এখন বুকের মাঝে সমুদ্র খুজি
আর অপেক্ষায় থাকি, তুমি কখন ডাক দিবে।
মনোলীনা
তোমাকে নিয়ে এখনো অনেক সমুদ্র যাত্রা বাকী
তুমি ভাবলে কি ভাবে আমি ঘুমিয়ে থাকবো।
--------------------
জি,এম, হারুন অর রশিদ
১৪/০১/২০১৭
২| ১৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৮
ধ্রুবক আলো বলেছেন: জীবন আয়না, প্রতিচ্ছবি
খুব সুন্দর লিখেছেন++
৩| ১৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৯
জীবন সাগর বলেছেন: দারুণ লিখেছেন।
ভাল লাগলো চোখের মাঝে সাগর খোঁজার ইচ্ছা। সবাই বুঝি তাই খুঁজে।
একবুক ভালো লাগা কবিতায়।
©somewhere in net ltd.
১| ১৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৩
সামিউল ইসলাম বাবু বলেছেন:
জীবনটা অায়নার মতোই
সুন্দর কল্পোনা।