নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

আমি ভালো নেই

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫২


মনোলীনা,
অনেকবার ভেবেছি তোমার কাছে ফিরে আসবো
অভিমান আর অহং এর শেকলটা খুলে ফেলবো,
তারপর যে পথে চলে গিয়েছিলাম সেই পথেই ফিরবো।

হয়তো সহজ ছিলো এই চলে যাওয়া
ফিরে আসা খুব সহজ নয় ,
পথ অনেক বদলে গেছে,
খুজে পেতে খুব কষ্ট হবে,
কোন পথে ফিরলে
তোমার করুনা হবে আমার জন্য,
কোন পথে ফিরলে
তুমি আগ বাড়িয়ে ডেকে নিবে।
এ ভাবে ভাবছি আর বয়স চলে যাচ্ছে
সময়ের চোরাগলি দিয়ে,
তবুও তোমার কাছে ফিরা আর হয় না আমার।।

মনোলীনা,
আমি ভালো নেই,
আমি ভালো নেই অভিমান আর অহং এর
সত্য মিথ্যা খেলায়,
আমি ভালো নেই বুকের মাঝে ক্ষ্যাপা ষাড়ের মত
শূন্য এর দাবড়ানীতে,
আমি ভালো নেই সুতো কাটা উরন্ত ভুল ঘুড়ির
পেছনে দৌড়াতে দৌড়াতে,
আমি ভালো নেই, আমি ভালো নেই ,

মনোলীনা,
অভিমানী মানুষ কখনো ভালো থাকেনা,
অভিমানী মানুষ কবি হয়ে যায়।
---------------------------------------------------------
জি, এম, হারুন অর রশিদ
১৮/০২/২০১৭

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৫৮

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন:
মনোলীনা,
অভিমানী মানুষ কখনো ভালো থাকেনা,
অভিমানী মানুষ কবি হয়ে যায়।


আপনার কবিতাটি আমার একটি প্রিয় কবিতা হয়ে গেলো। শুভেচ্ছা জানবেন। :)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৪৬

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে, আপনার মন্তব্যে আমি সন্মানিত বোধ করছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.