নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
পুরো শহর ঘুরছি,
নিঃশব্দ অভিমানের অস্ত্র বুকে নিয়ে,
আমি এক মন খারাপ করা আততায়ী,
সুযোগ পেলেই অভিমানের ধারালো অস্ত্র
ঠিক তোমার বুক বরাবর গেঁথে দিব।
মনোলীনা,
তুমি খুন হয়ে যাবে
অভিমানের ধারালো অস্ত্রে।
পুরো শহরের মানুষ আতংকে আছে
খুনটা কি হয়ে যাবে অবশেষে,
শহরের সমস্ত সাংবাদিকরা ঘুর ঘুর করছে,
কে কার আগে এই খুনের ব্রেকিং নিউজ দেখাবে,
পুলিশ তোমাকে ঘিরে রেখেছে নিরাপত্তার বেষ্টনিতে,
বিপ্লবীর মত অনেকদিন
অমাবস্যার অন্ধকারে লুকিয়ে ছিলাম
অভিমানের অস্ত্র বুকে লুকিয়ে,
দুখ বিলাসী কবিদের মত,
ঝরের দিনে বৃষ্টির ফোঁটাকে
“ আমার জন্য তোমার কষ্ট” ভেবে
আমি নিজেই কেঁদেছি।
তবুও বুকের অভিমান কমলো না।
মনোলীনা,
আমার বুকের এই অভিমানের ভয়ংকর অস্ত্র
তোমার সমস্ত নিরাপত্তার বেষ্টনি তছনছ করে দিবে,
তারপর, একদিন শহরের মানুষ ঠিকই জানবে,
সাংবাদিকরা পত্রিকায় হেড লাইনে লিখবে,
‘মনোলীনারা তাদের অজান্তে
একদিন ঠিকই খুন হয়ে যায়
অভিমানী যুবকের অভিমানের ধারালো অস্ত্রে”।
--------------------------------------------------
জি,এম, হারুন অর রশিদ
২৩/০২/২০১৭
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বড় স্পর্শকাতর কবিতা, চমৎকার হয়েছে।
ভালো লাগা রেখে গেলাম।
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৫
ভাবুক কবি বলেছেন: এই জীবনে হতে চলেছেন বটে
৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৫
জাহিদ অনিক বলেছেন: ভয়ঙ্কর কাতিল আপনার কবিতা !
©somewhere in net ltd.
১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:০৭
কানিজ রিনা বলেছেন: অসাধারন