নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

মনোলীনার সাথে খুনশুটি

১৪ ই মার্চ, ২০১৭ রাত ১০:১২

মনোলীনা, তুমি কি কখনো
অশান্ত সমুদ্র দেখেছো ?
-কেনো , সমুদ্র এর জলে,
কি ছবি একেছো
-দুর, ছবিতো আমি সারাদিন
মনে মনে আঁকি
-তাহলে আমার ছবিটা এখনি করে দাও ,
চলবে না ফাকি ,
-তোমাকে ফাকি দেবার দুঃসাহস
কোনো পুরুষ মানুষের হবেনা
-অন্য পুরুষের কথা বললে কেন
কক্ষনো আমায় আর ছুবেনা,
-পুরুষ মানুষ এখনো চিনলেনা,
হাত দিয়ে না ছুয়ে
মন দিয়ে ছুবো
তখন হাতের চেয়ে বেশি
মন দিয়ে পাবো ।
-সব পুরুষই কি তোমার মত জোচ্চর
শুয়োরের মত খচ্চর
-এখন আবার চোঁখের জল
ফেলে কি হবে
-খচ্চরের সাথে কাটবে
সারা জীবন এই ভেবে।
-শুনো ,আমি তোমাকে অশান্ত সমূদ্রের
কথা বলতে চেয়েছি
আমাকে যখন ভিখারীর মতন
দুর দুর করে দুরে সরিয়ে দিবে
আমি তখন অশান্ত সমুদ্রের মত হয়ে যাবো
তখন আপন পর না দেখে , সব ডুবিয়ে দেবো।
মনোলীনা,
পুরুষ মানুষর জন্য অযথাই চোখের জল ফেলা
সমুদ্রের জলের রং এতো অল্পতে বদলায় না।
-----------------------
জি , এম , হারুন অর রশিদ
১৪/০৩/২০১৭

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৭ রাত ১০:৫০

ধ্রুবক আলো বলেছেন: জলের রং বদলায় না!

২| ১৪ ই মার্চ, ২০১৭ রাত ১১:২৮

মাহবুবুল আজাদ বলেছেন: হাত দিয়ে না ছুয়ে
মন দিয়ে ছুবো
তখন হাতের চেয়ে বেশি
মন দিয়ে পাবো ।
দারুন

৩| ১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৪

অতঃপর হৃদয় বলেছেন: কিছু কথা ভালই লাগল।

৪| ১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৮

মানবী বলেছেন: সুন্দর খুনসুটি!

ভালো লেগেছে পড়ে, ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.