নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

মনোলীনার প্রতি বিবৃতি

২৪ শে মার্চ, ২০১৭ রাত ১২:৫৭


মনোলীনা,
তুমি যদি আমাকে কখনো বলো
“ভালোবাসি”
আমার অস্হিরতা বেড়ে যাবে,
প্রতি উত্তরে কি বলতে হবে
আমাকে কখনো কেউ বলে দেয়নি,
আমাকে কখনোই আগে কেউ এই ভাবে বলেনি,
তাই আমি অজ্ঞের মত ডিকশনারী উল্টাতে থাকব,
আর সঠিক শব্দ গুলো খুজতে থাকবো।

মনোলীনা,
তুমি যখনই আমাকে বলবে “ভালোবাসি”
আমি পৃথিবীর সবাইকে নিঃশর্ত ক্ষমা করে দিব মূহুর্তেই।

ছোট বেলায় রায় বাড়ীর জানালায় দাড়িয়ে
যখন টেলিভিশন দেখতে যেতাম,
তখন রায় বাড়ীর বড় মেয়ে সবিতাদি প্রায়ই
জানালাটা বন্ধ করে দিত আর হেসে বলতো
“আজ টিভিটা নষ্ট, কাল এসো”
অথচ টেলিভিশনের আওয়াজে আমার
হাহাকার বেড়ে যেত
ছোট বোনটা যখন জানতে চাইত “আজ কি দেখছো দাদা?”
তখন মিথ্যা করে বলতাম “আজ ওদের টিভিটা নষ্ট ছিলরে”
আমি কখনোই সবিতা দিদিকে ক্ষমা করিনি
আমাদের অক্ষমতাকে নিয়ে হাসার জন্য।
যদি তুমি বলো “ভালোবাসি”
আমি সবিতাদিকে ও ক্ষমা করে দিব।

আমি ক্ষমা করে দিব সেই সব পুলিশদের
যারা একদিন অযথাই সারারাত
আমাকে আটকে রেখে,
হাত পিছনে বেধে রাতের ঢাকা শহর
ঘুরিয়ে ছিল তাদের গাড়ীতে করে,
এই গ্লানি আমি কখনোই ভুলিনি।
তবে তোমার “ভালোবাসি” শব্দ আমাকে
সব অপমান , গ্লানি থেকে মুক্ত করবে।

আমি ক্ষমা করে দিব সেই সব শিক্ষককে,
বিশ্ববিদ্যালয়ে যারা শুধু রাজনৈতিক কারনে
আমাকে তৃতীয় শ্রেনীর ছাত্র বানিয়েছে।

আমি ক্ষমা করে দিব সেই ব্যাংক ম্যানেজারকে
শুধু জামানত দেওয়ার যোগ্যতা নেই বলে
আমাকে ব্যাবসার জন্য ঋন দেয়নি ।

মনোলীনা,
তুমি যখনই আমাকে বলবে “ভালোবাসি”
আমি পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাবান মানুষ হয়ে যাব,
পৃথিবীর সব যুদ্ধ মুহূর্তেই বন্ধ করে দিব এক বিবৃতিতে,

“ মনোলীনা আজ আমাকে ভালোবাসার কথা বলেছে,
তাই এখন থেকে পৃথিবীর কোথাও আর যুদ্ধ হবেনা।”

মনোলীনা,
যখনই তুমি বলবে “ ভালোবাসি “
আমি পৃথিবীর সব চেয়ে যোগ্যতম মানুষ হয়ে যাব
আর তোমার কথা তোমাকে দুবার ফিরিয়ে দিব,
আর শুধু বলবো, “ভালোবাসি, ভালোবাসি”।
-------------------------------------------------------------
জি, এম হারুন অর রশিদ
২৪/০৩/২০১৭

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৭ সকাল ৭:১৭

সিনবাদ জাহাজি বলেছেন: অসাধারন

২৫ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৩

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

২| ২৪ শে মার্চ, ২০১৭ সকাল ১০:১৯

ধ্রুবক আলো বলেছেন: কবিতায় +++ লেখা খুব ভালো লাগলো।
ক্ষমা মহৎ গুন ।

২৫ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবা

৩| ২৪ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:২৩

ঔপন্যাসিক জিল্লুর রহমান বলেছেন: মনোলীনা পড়তে গিয়ে আকাশলীনা মনপ পড়লো, বেশ কৌতূহলী হয়ে পড়লাম। ভালো লেগেছে। ধন্যবাদ।

৪| ২৪ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:২৩

ঔপন্যাসিক জিল্লুর রহমান বলেছেন: মনোলীনা পড়তে গিয়ে আকাশলীনা মনপ পড়লো, বেশ কৌতূহলী হয়ে পড়লাম। ভালো লেগেছে। ধন্যবাদ।

২৫ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৫| ২৫ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অসাধারন

৬| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ৯:২৪

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.