নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

অভিমান ও বিপ্লব

৩১ শে মার্চ, ২০১৭ রাত ১১:৫৪

মাননীয় ঈশ্বর,
আমার অভিমান দিন দিন বাড়ছে

মাননীয়, রাষ্ট্রপতি,
আমার অভিমান দিন দিন বাড়ছে,

দেশের সকল মাননীয় গন,
আমার অভিমান দিন দিন বাড়ছে,

আপনাদের কাছে আমার আবেদন,
আমাকে একটা সন্মানের চাকুরী দিয়ে
আমার অভিমান কমানোর ব্যবস্থা করুন।

মনোলীনা আমাকে দুই মাসের সময় দিয়েছে
ওর বাবা আমার মত বেকার ছেলের কাছে
মেয়ের বিয়ে দিবেনা,
ওর জন্য সন্মানিত চাকুরীজীবীগনদের
বিয়ের প্রতস্তাব আসছে,
আমাকে দুই মাসের মধ্যে সন্মানিত হতে হবে,
তারপর থেকে আমার অভিমান বাড়ছে।

মাননীয় ঈশ্বর,
আপনি অবশ্যই জানেন,

কারন সব কিছুই আপনার অবগত
ক্ষমতাবান্ মানুষদের সুপারিশ ব্যতীত
সন্মানের চাকুরি এখন আর হয় না,
আপনি সকল ক্ষমতার অধিকারী,
আমি আপনার একটি সুপারিশ এর জন্য
দরখাস্ত সহ
মসজিদ, মন্দির, গির্জা, পেগোডা
সহ সব জায়গায় ঘুরেছি
আপনার সুপারিশ এখনো জোগাড় করতে পারলাম না,
আমার হাতে সময় কম, দিন দ্রুত শেষ হয়ে যাচ্ছে,
আমাকে দয়া করে অভিমান কমানোর ব্যবস্থা করে দিন।

মাননীয় রাষ্ট্রপতি,
আপনি রাষ্ট্রীয় সর্বোচ্চ ক্ষমাতাধর মানুষ,
আমি অনেক চেষ্টা করেও আপনার অফিসে ঢুকতে পারিনি,
আপনার নিরাপত্তারক্ষী আমাকে মানুষিক ভারসাম্যহীন ভেবেছে
আপনার কাছে লেখা আমার দরখাস্ত তারা জব্ধ করেছে
আমি আপনার একজন আস্হাভাজন প্রজা ,
আমি কখনো রাষ্ট্রীয় আইন ভংগ করিনি,
আপনি দয়া করে আমার জন্য একটা সন্মানের
চাকুরীর সুপারিশ পত্র দিন,
আমার অভিমান কমানোর ব্যবস্থা করে দিন।

দেশের সকল মাননীয় গন,
আপনাদের কাছে অনেক গোপন ক্ষমতা আছে,
আমার মত আমজনতা আপনাদের ভয় পায়,
আপনাদের অদৃশ্য থাকার এক অদ্ভুত ক্ষমতা আছে,
তাই আমি আপনাদের সুপারিশ জোগাড় করতে পারি না,
দয়া করে কেউ একজন আমাকে একটা সন্মানের চাকুরী ব্যবস্থা করে দিন।
আমার অভিমান আর বাড়তে দিবেন না

আমি মনোলীনাকে ভালোবাসি,
তাই আমি কখনো রাগ করতে শিখিনি,
মনোলীনা শুধু আমাকে অভিমান শিখিয়েছে।

অভিমান মানুষকে বিরহী করে,
অভিমান মানুষকে কাঁদতে শিখায়,
অভিমান মানুষকে পরিশুদ্ধ করে,
অভিমানী মানুষ এক সময় বিপ্লবী হয়ে যায়।

মাননীয় গন,
বিপ্লবী মানুষ সমাজহীন হয়ে যায়,
সমাজহীন মানুষের কাছে কেউ মাননীয় থাকেনা।
সকল মাননীয়গন,
আপনারা সময় থাকতে আমার অভিমান কমিয়ে দিন,
আমার ভয়,
অভিমান আমাকে একদিন চরম বিপ্লবী বানিয়ে দিবে।


-------------------------------------------------------
জি, এম, হারুন অর রশিদ
৩১/০৩/২০১৭



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.