নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

আমাকে সব মানায়

১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪২



মনোলীনা,
ইদানিং প্রায়ই সুধীজনদের কাছ থেকে
আমাকে শুনতে হয়
আমার বয়স হয়েছে,
আমাকে আর এসব মানায় না।

কি এমন বয়স হয়েছে গুনে দেখ,
আমারতো রবীন্দ্রনাথ,নজরুল অথবা
নির্মলেন্দু গুনের চেয়ে বয়স বেশী হয়নি,
সম্রাট শাহজাহান ও আমার চেয়ে কয়েকশো বছর বড়,
আমার শুধু সকালে পত্রিকা পড়তে চশমা লাগে,
আচ্ছা ছোট বাচ্চাদের ও অনেক সময় চশমা লাগে।

সময় অসময়ে তোমাকে টেনে বুকে জড়িয়ে
একটু তাপ নেই আমার বুকে
এটা মানায় না,
একটু অবহেলায় আমি নাকি
অভিমানের নেশায় মাতলামী করি
এটা মানায় না,
এখনো প্রতিদিন ক্লিন সেভ করি
জিন্স আর টিশার্ট পরে ঘুরে বেড়াই
এটা মানায় না
ঠোটে জ্বলন্ত সিগারেট আর চোখে সানগ্লাস দিয়ে
মটর সাইকেল দাবড়ানো
এটা মানায় না,
কবিতা লিখলেই শধু ভালোবাসা
আর অভিমানের কথা লিখি,
এটা মানায় না।

সুধীজন,
আমার বয়স আমি আটকে রেখেছি
ভালবাসা আর অভিমানের কাটাকাটি খেলায়,
আমি মনোলীনার প্রেমিক, তাই আমাকে সব মানায়।
------------------
জি,এম,হারুন অর রশিদ
১৯/০৪/২০১৭

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৭

ব্লগ সার্চম্যান বলেছেন: সুধীজন,
আমার বয়স আমি আটকে রেখেছি
ভালবাসা আর অভিমানের কাটাকাটি খেলায়,
আমি মনোলীনার প্রেমিক, তাই আমাকে সব মানায়।

ভালো করেছেন।

২| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৯

কানিজ রিনা বলেছেন: প্রেমীকার কাছে প্রেমীকের বয়স বারেনা

৩| ২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:২৮

ধ্রুবক আলো বলেছেন: ভাই, বয়স আটকে রাখা যায় না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.