নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

মনোলীনা ও রঙিন ঘুড়ি

০১ লা মে, ২০১৭ রাত ১১:২৫

মনোলীনা,
আসো আজ রঙিন ঘুড়ি উড়াই।

নাটাই থাকবে তোমার হাতে,
সুতো থাকবে আমার কাছে
আসো আজ রঙিন ঘুড়ি উড়াই।

বেশী শক্ত করে রেখোনা ধরে
তোমর কাছে থাকা আমাদের নাটাই,
সুতো থাকবে মাঞ্জা দেওয়া
ধারালো ছুরির মত
একটু ভুলে ঝরবে রক্ত
দুহাতে ফোটা ফোটা
আমি যখন টানবো সুতো
লাগবে আমার যতটুকু,
ছাড়তে হবে ততটুকু
না ছাড়লে ছিঁড়বে সুতো
বাতাসে কিন্তু উড়ে যাবে
আমার রঙিন ঘুড়ি।

মনোলীনা,
আসো আজ রঙিন ঘুড়ি উড়াই,
আমি টানবো তুমি ছাড়বে
পতপত করে উড়বে আমাদের রঙিন ঘুড়ি,
সাথে উড়বে হিংসুটুদের চোখেরজল,
আর উড়বে নষ্ট কথার ফুলঝুরি।

আমরা কি আর ভয় পাই
সবাইকে জানিয়ে আমরা
আকাশকে ছুবো আজ
রঙিন সুতোর রঙিন ঘুড়ি দিয়ে
উত্তেজনায় কাপবো দুজন
ঘুড়ির কথা ভেবে।

মনোলীনা,
আসো আজ রঙিন ঘুড়ি উড়াই
সাদাকালো ঘুড়ি যায় না দেখা দূর আকাশে,
সাদা কালো স্বপ্ন যেমন ভুলে যাই ঘুম ভাঙলে ,
মাঝেমাঝে নাটাই দিবে আমার কাছে
সুতো থাকবে তোমার কাছে,
আসো আজ রঙিন ঘুড়ি উড়াই।
------------------------------
জি, এম, হারুন অর রশিদ
০১/০৫/২০১৭

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.