নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
মায়াহীন এই শহরে
একদিন আমি,
প্রচন্ড মায়া রেখে যাব
কোন এক মনোলীনার জন্য।
এই শহরে চাঁদ উঠে,
খুনি আবেগ নিয়ে
মায়াবী চাঁদ উঠে অন্য অজানা শহরে,
লাভ কি আমার
আমারতো কোনো বাড়ী নেই সেই শহরে।
এই শহরে বৃষ্টি ঝরে,
নিঃসঙ্গতার আবেগ নিয়ে
ভালোবাসার বৃষ্টি ঝরে অন্য অজানা শহরে,
লাভ কি আমার
আমারতো কোনো বাড়ী নেই সেই শহরে।
এই শহরে সব কিছুই এলোমেলো,
বাতাসে নেই বিরহ বেদনার গন্ধ
মানুষের মুখে মুখে থাকে রঙিন মুখোশ,
বুকের মাঝে থাকে শুন্য লোহার খাঁচা,
বুকের সব স্বপ্ন বন্দক রাখা অন্য শহরে।
একদিন আমি এই শহরে
পূর্ণিমার চাঁদের আলোতে
কোন এক মনোলীনাকে
প্রচণ্ড আবেগ নিয়ে বলবো-
“তুমি কি আমার সাথে বৃষ্টিতে ভিজবে,
আজ আমরা এলোমেলো হয়ে যাবো
এই শহরের মত”।
ঝড়ো বাতাসে হয়তো
তার হলুদ শাড়ীর আচল উড়ে যাবে,
বিরহী জলে হয়তো
তার চোখের কাজল ভেসে যাবে,
তবুও আমি প্রচণ্ড মায়ায়
কোন এক মনোলীনার দিকে তাকিয়ে থাকবো
এই মায়াহীন শহরের কথা ভুলে।
আমি একদিন ঠিকই
মায়াহীন এই শহরে
মায়া রেখে যাব
কোন এক মনোলীনার জন্য।
-----------------------------
জি, এম, হারুন অর রশিদ
১৭/০৫/২০১৭
২| ১৭ ই মে, ২০১৭ রাত ২:৩৫
তাওহীদ৭১তমাল বলেছেন: সুন্দর লিখেছেন। মায়াহীন শহর বটে
©somewhere in net ltd.
১| ১৭ ই মে, ২০১৭ রাত ২:২৪
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে +