নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
------------------------
যে আমাকে বিরহের জলে ভিজিয়েছে,
আমি তাকে অভিশাপ দেই -
সারা জীবন সে যেন নিঃসঙ্গ থাকে,
বিষাদে কাটুক তার দীর্ঘ জীবন,
দুঃখী কণ্ঠস্বরে সারাজীবন নিজের সাথে
বোঝাপড়া করুক ভুল শুদ্ধতা নিয়ে,
তার জন্য কেউ কোনদিন
ভালোবাসার কবিতা লিখবে না,
তার হাত ধরে কোন যুবক কখনো
ভরা পূর্ণিমায় পাগলের মত হাসবেনা,
একটি চিঠি লিখে বুক পকেটে নিয়ে
হাটবে না মাইলকে মাইল
শুধু একটি পোস্ট বক্স এর জন্য।
যে আমাকে অভিমানী করেছে,
আমি অভিশাপ দেই-
সে যেন আজীবন স্পর্শহীন থেকে যায়।
মনোলীনা ,
দেখে যাও তুমি ছাড়া
আমি কেমন বোকা মানুষ হয়ে যাই,
ঘুমের মাঝেও অভিমানী হয়ে চিৎকার করে কেঁদে উঠি,
বিরহের মাঝে খুন করে ফেলি সব ভালোবাসা,
আর বার বার শুধু অভিশাপ দেই তোমাকে।
মনোলীনা,
অনেকদিন এই অভিশাপগ্রস্ত শহরে বৃষ্টি হয়না,
যেদিন থেকে আমি অভিশাপ দেওয়া শুরু করেছি
তারপর থেকে এই শহরে আর সূর্য ডুবেনা,
এই শহরের সবাই অসুখি আমার অভিশাপে।
মনোলীনা,
এই শহরকে যদি ভালোবাসো,
এই শহরের মানুষকে যদি ভালোবাসো,
ইতিহাসে যদি অমর হতে চাও,
আমাকে অনুরোধ করো,-
অভিশাপগুলো যেন ফিরিয়ে নেই
আর শুধু তোমাকেই যেন ভালোবাসি।
মনোলীনা,
আমাকে একবার শুধু অনুরোধ করো
আজই বৃষ্টি ঝরিয়ে দিব এই শহরে।
-------------------------------------
জি, এম, হারুন অর রশিদ
২৭.০৬.২০১৭
২| ২৮ শে জুন, ২০১৭ ভোর ৪:৩৩
কানিজ রিনা বলেছেন: প্রথম কবিতার অভিশাপ অসাধারন হয়েছে।
গুলতেকীন হুমায়ুনকে অভিশাপ করেছিল।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৭ শে জুন, ২০১৭ সকাল ১১:৪০
বিজন রয় বলেছেন: যেহেতু কবি অভিশাপ ফিরিয়ে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তাই নিরব থাকলাম।
ভাল লিখেছেন।