|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 জিএম হারুন -অর -রশিদ
জিএম হারুন -অর -রশিদ
	আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
কবি তুমি
খুব সহজেই ভালোবেসে ফেলো ,
খুব সহজেই সব ভুলে যাও ,
খুব সহজেই সব ছুড়ে ফেলো, 
খুব সহজেই দখল চাও সব কিছুর ,
খুব সহজে দখল দিয়ে দাও  সব কিছুর,
খুব সহজেই তুমি মোমের মত গলে যাও।
কবি তুমি পুরুষ,
তুমি খুব সহজেই আবোলতাবোল হয়ে যাও।
-----------------
জি, এম, হারুন অর রশিদ
২৮/০৬/২০১৭
 ০ টি
    	০ টি    	 +১/-০
    	+১/-০©somewhere in net ltd.