|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 জিএম হারুন -অর -রশিদ
জিএম হারুন -অর -রশিদ
	আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
শাহেদ,
আমি জানিনা তুই কোথায় যাবি একদিন,
একটু শান্ত ভাবে বসতে শিখলি না এখনো,
সারাদিন তুই এত মন খারাপ করে শুধুহেটে বেড়াস,
অনেকদিন হলো আমি তোকে হাসতে দেখি না,
কি খুজিস তুই সারাদিন  মানুষের ভিড়ে
তুই কি সারাদিন  সুখী মানুষ খুজে বেড়াস?
নাকি চারিদিকে তোর মত অসুখী মানুষের
অসুখি চেহারা দেখে সান্তনা খুঁজিস। 
বন্ধু,
তোর বুকের ভিতরটা মেপে দেখিস একদিন
যতটুকু ভার নিতে পারবি ততটুকু ই দুঃখ নিস।
বিয়ে করলি না এখনো,
মেয়ে মানুষের শরীরই দেখলি না,
পয়সা দিয়েও শরীর কিনে দেখলে পারতি,
দুঃখগুলো হয়তো কিছুক্ষণ  বিশ্রাম পেতো
অথবা বাড়তে বাড়তে বুক চিরে 
বেড়িয়ে পরতো অন্য বুকের খোঁজে।
শাহেদ, 
মানুষের ভিড়ে কি যে শান্তি পাশ আমি বুঝিনা,
নাকি মানুষের ভিড়ে কাউকে  মানুষই মনে হয়না তোর।
সাবধানে থাকিস বন্ধু, 
বেশি হাটিস না বন্ধু ছাড়া
না হলে এই মানুষের ভিড়ে একদিন  
লেপ্টে যাবি পোষ্টারের মত ছায়াহীন হয়ে।
----------------------------------------------------
জি এম হারুন অর রশিদ
২১/০৭/২০১৭
 ০ টি
    	০ টি    	 +১/-০
    	+১/-০©somewhere in net ltd.