নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
"সুখ তুমি তন্দ্রাবতী নারীর মত
তোমাকে ছুতে গেলেই
তোমার ঘুম ভেংগে যায়",
বিষাক্ত সাপের মত ছোবল দিয়ে
আমাকে অসুখি করে দাও
আমার সারা শরীরে আজ অসুখের বিষ।
আমার মত কে আছে এমন বোকা,
ভেবে বসে আছি-
এই সংসারে আমার দুঃখ বলে
কিছু থাকবে না একদিন,
সেদিন আমি রাজা সেজে ঘুরবো,
দু’ হাতে সুখ বিলিয়ে দিবো
একদিন অসুখী মানুষদের।
ভুল স্বপ্নে অসহায় হয়ে আছি
আটকে আছি ভুল আয়নায়।
আমার দিন নেই, রাত নেই,
আছে শুধু কিছু নির্বোধ অসুখী সময়,
আছে শুধু গুটিকয়েক ভুল বোঝাবুঝি
কথার মিথ্যা অপবাদ,
আর আছে অনেক দিনের নারী স্পর্শহীন
আস্ত একটা পুরুষ শরীর।
সুখ আমি আকাশে খুঁজি
সুখ আমি মাটিতে খুঁজি
সুখ আমি পকেটে খুঁজি
সুখ আমি জলে খুঁজি
সুখ আমি শরীরে খুঁজি ।
"সুখ তুমি তন্দ্রাবতী নারীর মত
তোমাকে ছুতে গেলেই
তোমার ঘুম ভেংগে যায়"।
সুখ বলে কিছু যদি কিছু থাকে
একদিন আমি ঠিকই খুজে নেব,
নিন্দুকদের নিন্দা থামিয়ে দিয়ে-
যদি মরনেও সুখ হয় তাও সই।
-----------------------------------------
জি এম হারুন অর রশিদ
২৭/০৭/২০১৭
২| ২৭ শে জুলাই, ২০১৭ ভোর ৪:২২
কানিজ রিনা বলেছেন: সুখ আমি বোতলে খুজি, আর তাই হয়ত
অপবাদ সব সত্য। কারন বোতল মানবতার
নার্ভ নষ্ঠ করে দেয়। আর অন্যায় তখন ন্যায়
বিবেচনা করে অপবাদ পায়।
তবুও ভাল লাগল কবিতা।
২৭ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৩৮
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে, বোতল শব্দটা বাদ দিয়ে দিলাম
৩| ২৭ শে জুলাই, ২০১৭ সকাল ৯:০০
চাঁদগাজী বলেছেন:
সুখ হলো দু:খের সাময়িক অনুপস্হিতি
৪| ২৭ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:২৫
মাহফুজ ই এলাহী জামি বলেছেন:
©somewhere in net ltd.
১| ২৭ শে জুলাই, ২০১৭ রাত ৩:০৭
মোটা ফ্রেমের চশমা বলেছেন: সুখ তন্দ্রাবতী নারীর মত কিনা জানিনা তবে রাত ৩ঃ০৮ বাজে! বড্ড ঘুম আসছে।
কবিতা ভালো লেগেছে।