নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

আজ আমি সারাদিন ঘুমোবো

২১ শে আগস্ট, ২০১৭ রাত ২:০০


আজ এই শহরের,
একজন ও আর আমাকে খুঁজবে না ,
তাই আজ আমি সারা সকাল ঘুমোবো,
ঘুমোতে ঘুমোতে দুপুর বিকেল করে ফেলবো,
যতক্ষন খুশি বিছানায় গড়াগড়ি করবো।

মনোলীনা,
সবাই হয়তো আমার কথা বেমালুম ভুলে যাবে,
সুর্য ডুবে যাবার পর, যখন অন্ধকার হবে,
আমি বিছানা থেকে নামবো।
আজ সারাদিন এই শহরে বেহায়ার মত বৃষ্টি ঝরবে,
বেহায়া বৃষ্টি আমাকে একবারও জানতে দিবেনা
তার লজ্জা কোথায় গেল,
বেশরমের মত এত কান্নার কিছু নেই,
বৃষ্টির জলে ভিজে মাটির গন্ধে
আমি তোমার ভিজে বুকের গন্ধ পাবো।

মনোলীনা,
বৃষ্টির জলে ভিজে মাটিতে কেনো
তোমার বুকের গন্ধ পাবো তাও আমি জানিনা?
তারপর হাটতে হাটতে
তোমার বাড়ীর দরজার কাছে এসে দাড়াবো,
অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবো
তারপর এই শহরের সব আলো নিভে গেলে
যখন আমার ছায়াও আর খুঁজে পাওয়া যাবেনা,
তখন, আমি তোমার দরজার কাছে দাঁড়িয়ে
নিজের নাম ধরে চিৎকার করে ডাকবো,
তবুও কেউ দেখতে আসবে না
বোকার মত আমি কাকে খুঁজছি।

মনোলীনা,
আমি নিজেকেই খুজবো
আমি ভুলে যাবো
তুমি গতকাল এই মায়াবী শহর ছেড়ে
অন্য কোনো মায়াহীন শহরে চলে গেছো,
চলে গেছো অন্য কোনো মায়াবী বুকে
আমাকে মায়াহীন করে।

মনোলীনা,
তাই আমি আজ সারা সকাল ঘুমোবো
ঘুমোতে ঘুমোতে দুপুর বিকেল করে ফেলবো,
এই শহরে আমাকে ঘুম থেকে ডেকে তুলবার
আর কোনো মানুষ এখন আর থাকেনা।
------------------------------------------------------
জি এম হারুন অর রশিদ
২১/০৮/২০১৭

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৭ সকাল ৭:২৮

শুভবাদী রোদ বলেছেন: সুন্দর হয়েছে। কিন্তু মায়াবী বুক কথাটা কেমন বেমানান লাগলো। কোনো পুরুষের বুকে চলে গেছে যদি বুঝিয়ে থাকেন তবে বেমানান লাগছে। ধন্যবাদ সুন্দর কবিতাটির জন্য।

২| ২১ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:২৫

রাজীব নুর বলেছেন: রাতেই ঠিকভাবে ঘুম আসে না। আবার দিনের বেলা।
শোয়া মাত্র যাদের ঘুম আসে তারা ভাগ্যবান।

৩| ২১ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:২৮

মোস্তফা সোহেল বলেছেন: মনোলীনা কে না পাওয়ার কষ্ট ভুলে থাকুন।
কবিতা ভালই লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.