নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

"মরণ" আমি তোমাকেও ভালোবাসি

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৩:০১

প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে
নিজেকে দেখি বৃদ্ধ হতে,
আর প্রতিদিনই পরম মমতায়
বৃদ্ধ মানুষটাকে হাত বুলিয়ে দেই আয়নায়,
এই ভাবে হাত বুলাতে বুলাতে একদিন মরে যাবো।

আচ্ছা আমি মরে গেলে কি হবে?
আমার বুকের গাঙচিল উড়ে যাবে কোন এক আকাশে,
আমার বুকে কিছু অভিমান আর বিরহ
তখনও জীবিত থাকবে,
আর থাকবে কিছু দুঃখ, কষ্ট,
ভালোবাসা আর কিছু অভিযোগ,
আর থাকবে একটা লুকানো অমানুষ।

বুকের লুকোনো অমানুষটা ছটফট করে
অভিশাপ দিবে দুনিয়ার সব মানুষকে,
আর অনায়াসে খুঁজে নিবে অন্য বুক।

যদি একটু সময় পাই ,
তবে কোন এক নবীন কবিকে দিয়ে যাবো
আমার সব অভিমান আর বিরহ,
যদি কবির বুকটা আর একটু বড় পাই
তবে দুঃখ আর কষ্ট গুলো ও দিয়ে দিবো,
আর "ভালোবাসা" দিয়ে যাবো
কোন এক"মনোলীনাকে"।

শুধু অভিযোগ গুলো বেধে দিবো
গাঙচিল -এর ডানায়,
যদি মরে যাবার আগে একটু সময় পাই
তবে আমার বুকটা
একেবারে খালি করে দিবো নিমেষেই।
যদি মরে যাই মরণকে ভালোবেসেই মরবো।
-----------------------------------------
জি,এম,হারুন অর রশিদ
২৫/০৮/২০১৭

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৩:২১

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লাগল কবিতা।

২| ২৫ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৩২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: Click This Link

৩| ২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৬

কথাকথিকেথিকথন বলেছেন:



মরণকে ভালবাসি আর না বাসি সে আসবে চুপিসারে, নিয়ে যাবে সবাইকে, এ নিশ্চিত ।

কবিতা ভাল লেগেছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.