নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
“বালিকা মন” এর জানলা ভেঙ্গে
যদি বৃষ্টির জল ঢুকে যায়
তখন বিশ্বাস নষ্ট হয়ে যায়,
বুকের বিশ্বাস, মনের বিশ্বাস,
আর “বালক মন” এর জানালা ভাঙ্গলে
জলের সাথে পাপ ঢুকে যায় ।
বৃষ্টির জলের সাথে যখন মিশে যায় বুকের জল
বেশিরভাগ বালক কখনোই পুরোপুরি
"প্রেমিক" হয়ে উঠেনা,
তারা বৃষ্টির জল আর বুকের জল
কখনো আলাদা করতে শিখে না।
বালক বৃষ্টির জল ভেবে নিজের
বুকের জলের দিঘী বানায়,
আর না বুঝে বালক সাঁতরায় সেই জলে অবলীলায়,
তার সাথে সাঁতরায় তারই "সমবয়সী একটা কষ্ট"
বালিকাকে কষ্ট দেওয়ার কষ্ট,
বালিকাকে একটাও সুখের গল্প না বলতে পারার কষ্ট,
বালিকাকে না বুঝার কষ্ট,
বালিকার প্রেমিক না হতে পারার কষ্ট।
আর কষ্ট পেয়ে নিজের বুকের জলে
সাঁতরাতে সাঁতরাতে বালিকা কখন যে
"নারী" হয়ে যায় প্রকৃতিও টের পায়না,
আর বালক সাঁতরাতে সাঁতরাতে
বড়োজোর হয় কিশোর।
প্রেমে পরে অনেক বালক
"প্রেমিক" হতে পারে হাতেগোনা মাত্র কয়েকজন।
----------------------------------------------------------
জি, এম, হারুন অর রশিদ
০৩/০৯/২০১৭
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৯
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ তপোবন
©somewhere in net ltd.
১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০৭
তপোবণ বলেছেন: দারুণ লিখেছেন ভাইয়া, বালক মনটা এখনো ধরে রেখেছেন মনে। চমৎকার লাগলো, একেবারে হঠাত স্মৃতিচারণের মতো। কবিতা পাঠে মনটা পেছনের স্মৃতি হাতরিয়ে এইমাত্র ফিরে পেলাম নিজেকে। এখন মনে হচ্ছে সেই দিনগুলিই ভালো ছিল।