নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
বালকটির পৃথিবী খুবই ছোট
বালিকার বাড়ির জানালাই তার একমাত্র পৃথিবী
উত্তর মেরু, দক্ষিণ মেরু বললে, সে বুঝেনা
তার কাছে সবই সমান,
শুধু বালিকার বাড়ীর জানালাই
তার পৃথিবীর শেষ আকাশ ।
পৃথিবীর শুরু যেন বালকের বাড়ীর বারান্দায়
আর শেষ হয় বালিকার বাড়ীর জানালায়,
বালিকা, জানালায় একবার দেখা দিলেই
বালকের সেই দিনটা কোনমতে বেঁচে যায়।
দিন বেঁচে গেলে, বালক বেঁচে যায়
দিন বেঁচে গেলে,
বালক বুকের পায়রা উড়ে বালিকার বুকে
দিন বেঁচে গেলে,
পৃথিবীর সবাইকে আপন মনে হয়।
আর বালিকা যদি একবারও দেখা না দেয়
সে দিনটাই মরে যায় বালকেরই বারান্দায়।
দিন মরে-
বালক মন মরে
দিন মরে-
বালক বুকে নদী মরে
দিন মরে-
বালক চোখে অভিমান ঝরে।
এভাবে বেঁচে থাকা আর মরে যাবার খেলায়
সব বালক বালিকার বুকের
পায়রার দেখা হয় না।
যাদের বুকের পায়রার দেখা হয়
তারা প্রেমিক পেমিকা হয়ে যায়।
-----------+-------------------+---+------
জি এম হারুন অর রশিদ
১৪/০৯/২০১৭
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:০৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর হয়েছে।
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৩২
মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দর