|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 জিএম হারুন -অর -রশিদ
জিএম হারুন -অর -রশিদ
	আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
আমার বুকের খরস্রোতা নদী 
মরতে শুরু করেছে,
আমি প্রতিদিন ঘুম থেকে উঠে 
ঠিকই টের পেয়ে যাই -
আমার বুকের নদী মরছে,
মরছে আমার বুকের নদী,
আর তাই,আমার সুখগুলোতে
ধুলোবালির আস্তর জমে যাচ্ছে।
মানুষ, আহারে মানুষ,
মানুষ কখনো আকাশ হতে চায় 
সুখি হওয়ার জন্য,
কখনো  পাহাড় হতে চায় 
অভিমানের জল লুকোনোর জন্য,
কখনো বৃষ্টি হতে চায় 
বিরহে অস্থির হয়ে, 
কখনো সমুদ্র হতে চায় 
বিপ্লবী হওয়ার জন্য,
কখনো সাদা বক হয়ে আকাশে উড়তে চায়  
স্বাধীন ভাবে  বেঁচে থাকার  জন্য।
আমি আমার বুকের নদীকে 
কতবার নিলামে তুলেছি সুখের জন্য,
আহারে মানুষ,
নিজের বুকের নদীই আগলাতে জানে না,
নিজের বুকের নদীর জোয়ার ভাটাই বুঝেনা,
অন্যের বুকের নদী কিনে কি হবে।
সব মানুষের বুকের নদীই
একসময় মরতে শুরু করে,
তখন অচেনা চর জাগে বুকের মাঝে,
হাহাকারের চর,
সারাজীবন মানুষ না হতে চাওয়ার হাহাকার,
আমি সারাজীবন আকাশ, পাহাড়, বৃষ্টি,
সমুদ্র,সাদা বক কতো কিছু হতে চেয়েছি।
আহারে মানুষ,
বুকের নদী সম্পূর্ণ মরার আগে 
একবার যেন মানুষ হতে পারি,
আহারে, একবার যেন মানুষ হতে পারি।
-----------------------------------------------------------
রশিদ হারুন
৩০/০৯/২০১৭
 ৭ টি
    	৭ টি    	 +৩/-০
    	+৩/-০  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ১১:৫৭
৩০ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ১১:৫৭
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
২|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ১১:৪৭
৩০ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ১১:৪৭
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: সুন্দর!
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ১১:৫৯
৩০ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ১১:৫৯
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
৩|  ০১ লা অক্টোবর, ২০১৭  রাত ১২:০৪
০১ লা অক্টোবর, ২০১৭  রাত ১২:০৪
ওমেরা বলেছেন: মানুষ হতে পয়সা লাগে না, তবু মানুষ হওয়া অনেক কঠিন । সুন্দর কবিতার জন্য ধন্যবাদ ।
৪|  ০১ লা অক্টোবর, ২০১৭  রাত ১২:০৫
০১ লা অক্টোবর, ২০১৭  রাত ১২:০৫
কাছের-মানুষ বলেছেন: চমৎকার হয়েছে ।
আমার ভাললাগা রইল ।
৫|  ০১ লা অক্টোবর, ২০১৭  রাত ১২:২৭
০১ লা অক্টোবর, ২০১৭  রাত ১২:২৭
অর্থনীতিবিদ বলেছেন: সুন্দর কবিতাটা। একবার যেন মানুষ হতে পারি।
©somewhere in net ltd.
১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ১১:৪৪
৩০ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ১১:৪৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আহ! কি সুন্দর লেখনি। মুগ্ধতা রইল কবিতায়
কবি'র জন্য শুভকামনা