নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
প্রিয় শহর
আমি আজ আটকে গেছি
তোমার হৃদপিন্ডের মাঝ বরাবর।
অভিমানে, অবহেলায়, ঘৃনায় যত দূরে যাই
প্রেমিকার মত আবারো একটানে
বুকের খাঁচায় আটকে ফেলো,
তোমার ভালোবাসার কাছে আমি বড়ই বেহায়া,
অবলীলায় আত্মসমর্পণ করি তোমার
হৃদপিন্ডের চোরা অলিগলিতে,
তুমি যে আমার প্রথম প্রেম
প্রিয় শহর, আমার ঢাকা শহর।
আমি কে, কেউ ছিলাম না
তুমি আশ্রয় দিলে, তাই জন্মালাম তোমারই বুকে,
তোমারই বুকের কতো শিরা উপশিরায়
দুরন্ত রক্তের মতে ছুটেছি,
যাত্রাবাড়ী থেকে নারিন্দা, ধুপখোলা মাঠ, চকবাজার
ছুটতে ছুটতে বালক থেকে কিশোর হয়েছি,
মতিঝিল আর গুলিস্তান আমাকে
যৌবনের বাক্য শিখিয়েছে,
অভিসার আর মধুমিতা সিনেমা হল
ভালোবাসা ,বিরহ ও অভিমান,
আর রংবাজ হতে শিখিয়েছে,
রংবাজ হতে গিয়ে চুল কাঁধ বরাবর নামিয়ে ছিলাম
কোমরে নিষিদ্ধ অস্র সেভেন গিয়ার নিয়ে ঘুরেছি,
মনোলীনার প্রেমিক হতে গিয়ে
আবার চুল কেটে নায়ক সেজেছি,
অস্র ফেলে বুকে তপ্ত প্রেমের চিঠি নিয়ে ঘুরেছি
এক সময় আবারো সুবোধ কিশোর সেজে
তোমারই বুকেই ফিরেছি।
আমার প্রিয় শহর, ঢাকা শহর।
অথচ কি এক অভিমানে আমাকে ধুরে ঠেলে দিলে,
অন্য শহরে, অন্য বুকে, অন্য হৃদপিন্ডে,
তুমি ভেবে ছিলে দূরে ঠেলে দিলেই আমি শুদ্ধ হবো,
তোমাকে ভালোবেসেই
আবার আমি অন্য শহরের প্রেমে পড়েছিলাম
পরকীয়া প্রেমিকের মতো
প্রিয় সিলেট, তুমি আমার দ্বিতীয় প্রেম,
আমি কখনো তোমাকে তা বলতে পারিনি,
তুমি আমাকে তোমার শরীরের
সবটুকু উজার করে দিয়েছিলে
প্রথম প্রেম ভেবে,প্রথম প্রেমিকার মত,
আমি তার যোগ্য হতে পারি নাই কখনো।
প্রিয় ঢাকা শহর,
তুমি দূরে ঠেলে দিলেও
আমি ঠিকই বেহায়ার মতো ফিরেছি
তোমার কাছে বারবার।
আমার বয়সের সাথে তোমারও রঙ ফিরছে
আমি বার্ধক্যে যাচ্ছি ক্রমশ সাদা হয়ে,
আর তোমার যৌবন ফিরছে দিন দিন রঙিলা হয়ে,
তুমি এখন অন্য যুবকদের জন্য সাজছো।
প্রিয় ঢাকা শহর
আমার মতো কতজন যে আটকে আছে
তোমার হৃদপিন্ডের অন্য চোরা অলিগলিতে
তাদের চুলও একদিন সাদা হবে
আর তুমি দিন দিন হবে রঙিন।
------------------------------
রশিদ হারুন
২| ২০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৮
অনিক_আহমেদ বলেছেন: সুন্দর কবিতা। ভাল থাকবেন প্রিয় ঢাকার বুকে।
©somewhere in net ltd.
১| ১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৯
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: ভাল লিখেছেন!