নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
মনোলীনা,
এ কোন শহরে তুমি আমাকে ডেকেছো-
যেখানে অভিমান আর আবেগ
বাতাসে ভেসে বেড়ায় তুষারধবল হয়ে,
বুকের সব আক্ষেপ বরফের মতো
জমাট বেঁধে পাহাড় হয়ে যায় গোপনে
আমার এই ছোট বুকে,।
এ কেমন শহর,
সূর্য মন খারাপ করে সারাদিন ঘুরে বেড়ায়
চাঁদ আর সূর্যের দেখা হয়না বহুদিন।
মনোলীনা,
মন্ট্রিয়াল, মন খারাপের শহর,
এখানে মানুষের বুকে মন নেই
মন বন্ধক থাকে ক্রেডিট কার্ড আর ব্যাংক এর লকারে।
মন্ট্রিয়াল শহরে, আমি মন খারাপ করে যখন ঘুরি,
কেউ জানতেও চায়না,
আমি কি কষ্ট বুকে নিয়ে ঘুরি?
সবার বুকে আছে শুধু
আবেগহীন সময়ের অদৃশ্য ঘড়ি।
এই শহরে আমার ভালোবাসাও
বিরহী আর অভিমানী হয়ে,
ঝরা ম্যাপল পাতার মত আরো বিবর্ণ হয়ে য়ায়।
মন্ট্রিয়াল শহরে আমি কাঁদতে ও ভয় পাই,
চোখেরজল যদি বরফ হয়ে বুকে চেপে বসে।
মনোলীনা,
ঢাকা আমার বেঁচে থাকার শহর,
আমার নিঃশ্বাস এর শহর,
এই শহরে আমার ভালোবাসা, বিরহ আর অভিমান
বৃষ্টি হয়ে তোমাকে ভিজিয়ে দেয় যখন তখন।
এই শহরে মন খারাপ করে ঘুরলে
অপরিচিত মানুষজন ও জানতে চায়,
কোন কষ্টে আজ আমার মন খারাপ?
মনোলীনা,
অন্য কোন শহর আমাকে বুঝবে না
তুমি ঢাকা শহরেই আমাকে ডেকো।
-----------------------------------------
রশিদ হারুন
২৫/১১/১৭
মন্ট্রিয়াল, কানাডা
২| ২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ৭:৩৪
ডঃ এম এ আলী বলেছেন: কবিতা পাঠে ভাল লেগেছে ।
শুভেচ্ছা রইল
৩| ২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:১০
রাজীব নুর বলেছেন: কবিতার সাথে মনোলীনার একটা ছবি দিয়ে দিতেন।
©somewhere in net ltd.
১| ২৬ শে নভেম্বর, ২০১৭ ভোর ৬:০৭
মোহাম্মদ শফিউল্লাহ বলেছেন: সুনদর কবিতা।