নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

ভুল না সঠিক ?

১৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৩


একদিন তাড়াহুড়ো করে
ভুল ট্রেনে উঠে ছিলাম,তারপর কি হলো ,
সেই গল্পটাই আপনাদের বলবো।
ট্রেনের ভিতর সব কিছুই যেন পরিচিত লাগছিলো,মানুষ,হকার,ট্রেনের শরীর সব।
টিকেট চেকার যখন টিকেট দেখলো ,
দেখেই হেসে ফেললো, বললো “আপনিও ?”
আমি খুবই বিভ্রান্ত হয়ে জানতে চাইলাম
-“আমি ও কি ?”
“আপনি ভুল ট্রেনে উঠেছেন, ভুল যাত্রী”।

আমি খুবই অস্হির হয়ে জানতে চাইলাম,
“আমার কি হবে এখন?
আমার জন্য একজন অপেক্ষা করছিলো পরের ষ্টেশনে,
খুবই জরুরী কাজ,অনেক ক্ষতি হয়ে যাবে”,

চেকার খুবই নির্লিপ্ত ভাবে বললো,
“কোন ক্ষতি হবে না,
এই যে আমি প্রায়ই ভুল ট্রেনে উঠে
টিকেট চেক করি,
আমার তো কিছুই হয়না
ভুল যাত্রায় অনেক সময়
ভালো কিছুও হয়ে যায়”
বলে চেকার চলে গেলে।

আমি পরের ষ্টেশনে তাড়াহুড়ো করে নেমে
ফিরতি ট্রেনের জন্য যখন ছুটছি,
তখন পিছন থেকে নারী কন্ঠে
আমার নাম ধরে ডাকছে,
তাকিয়ে দেখি “মনোলীনা”,
বললো, “আমি এখানে দাড়িয়ে আছি,
আর তুমি কোথায় ছুটছো?”

আমি খুবই আশ্চর্য হয়ে ভাবলাম
আমার কি এই ষ্টেশনে আসার কথা ছিলো!
নাকি চেকারই ভুল ট্রেনে উঠেছে!

অথচ, আমার পকেটের মোবাইল
বারবার অস্হির হয়ে বাজছিলো,
আমার জন্য অপেক্ষায় থাকা মানুষটি
অন্য ষ্টেশনে অস্হির হয়ে,
আমাকে বারবার ফোন করছে।
——————————————
রশিদ হারুন
১৯/০১/২০১৮

মন্তব্য ৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দারুন কবিতা।

২| ১৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৩

রাজু দ্যা রেভেল বলেছেন: সুন্দর

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৯

সাদা মনের মানুষ বলেছেন: কখনো শাপে বর হয়, ভুল ট্রেনটাও হয়তো তেমনি ছিল

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১২

সাদা মনের মানুষ বলেছেন:

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১১

চাঁদগাজী বলেছেন:


মিল খুঁজে পেয়েছেন, ভুল যখন হবে, এক সাথেই হবে, খবর হয়ে যাবে।

কবিতায় নতুনত্ব আছে

৬| ২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৪

সোহানী বলেছেন: এতো দেখি ভুলমনো কবিতা...............হাহাহা++++++++

৭| ২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪১

জনৈক অচম ভুত বলেছেন: ভৌতিক ব্যাপার-স্যাপার! 8-|

৮| ২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভুল নিয়ে ভুল ভুলের উপর ভুল
ভাবনা, সিদ্ধান্ত, বাস্তবতা সমন্বয়ে আকুল ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.