নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

সত্য জবানবন্দি

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৬


পাঠকগন, আমাকে ভুল বুঝবেন না,
আমাকে ক্ষমা করবেন,
আজ আমি সত্য স্বীকার করতে এসেছি।

আমি গন্ড মূর্খ,
অ, আ, ক, খ কিছুই চিনিনা,
লিখতে, পড়তে কিছুই জানিনা
আমি কবিতা লিখবো কি ভাবে?
কবিতা কখন যে আমাকে লিখে ফেলে
আমি নিজেও জানি না।

অথচ, আমি যখনই একটা আকাশের কথা ভাবি,
তখনই একটা আকাশ ,
আমার বুকের মাঝে ভাসতে থাকে,
তারপর সেই আকাশে নীল রং এর পাখি উড়ে,
সুঁতো ছিড়ে যাওয়া ঘুড়ি উড়ে,
রোঁদ ভাসে খেয়াল খুশি মতো,
উদাসী চাঁদ একাকী মন খারাপ করে
ঘুরতে ঘুরতে মেঘের আড়ালে লুকায়,
তারপর কেনো যেনো বুকের আকাশটা
প্রচন্ড বিরহী হয়ে যায়,
তখন আমার কিছুই করার থাকেনা।
তারপর প্রচন্ড ঝড় শুরু হয় বুকের মাঝে,
ঝড় থামলে সুখ ভুলানো বৃষ্টি শরু হয় বুকে।

বৃষ্টির জলে প্রথমে ডুবে আকাশটা,
তারপর সম্পূর্ন বুকটা,
তারপর বুকের জল উঁপচে যখন ,
মনের জমিনে পরতে থাকে,
প্রতিটি জলের ফোঁটায় ফোঁটায়
একটি করে শব্দ তৈরী হতে থাকে,
তারপর সমস্ত জমিন একসময় শব্দে ভরে যায়।

আমি গন্ড মূর্খ,
লিখতে ,পড়তেই জানিনা
যারা পড়তে জানেন, তারা বলেন
মনের জমিনের শব্দগুলো পড়তে শুরু করলে
আস্ত কবিতার মতো মনে হয় ।

“কবিতা আমাকে কখন যে লিখে ফেলে
আমি নিজেও জানি না”।
-----------------
রশিদ হারুন
৩০/০১/১৮

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩০

কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: অক্ষর জ্ঞানে কী আসে যায়?
এসব ত দক্ষতা।
ভাবনা এবং কর্মটায় আসল ।

২| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৯

রাজীব নুর বলেছেন: দশে দশ দিলাম ভাই।

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৩

কুঁড়ের_বাদশা বলেছেন: পড়িয়া আমি অতীব মুগ্ধ !

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৫

কানিজ রিনা বলেছেন: ভাল লাগল ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.