নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

বাবার শেষ চিঠি

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৮

পোষ্ট অফিস থেকে মাত্রই ফিরলাম,
হাতে একটা চিঠি,
রেজিস্ট্রি করা চিঠি,
বাবার পাঠানো চিঠি।
আমি বিশ্বিদ্যালয়ের হলে থাকি,
যেদিন বাবা আমাকে চিঠিটা লিখে পোষ্ট করেছিলো,
সেদিন রাতে হঠাৎ করেই বাবা ঘুমের মধ্যেই মরে যায়,
কাউকে বিরক্ত না করেই মরে যায়,
ডাক্তার বলেছিলো,বাবার বুকটা নাকি
ঘুমের মধ্যেই হঠাৎ করে থেমে গিয়েছিলো।

বাবা সব সময়ই রেজিস্ট্রি করা চিঠি পাঠাতো,
উনার কেনো যে ধারনা হয়েছিলো
রেজিস্ট্রি না করলে চিঠি হারিয়ে যায়।
মা’র সাথে শোক ভাগাভাগি করে
কয়েকদিন পর আবার যখন হোষ্টেলে ফিরবো
তখন মা বাবার এই চিঠিটার কথা জানায়।

চিঠিটা খুলবো কিনা বুজতে পারছিলাম না,
মনে হচ্ছিলো চিঠির খামটা খুললেই
বাবার শেষ কথা গুলো শেষ হয়ে যাবে,
তারপর অনেকদিন চিঠির খামটা খুলিনি,
মাথার বালিশের নিচে নিয়ে ঘুমাতাম,
মনে হতো বাবার বুকেই শুয়ে আছি।

একদিন রুমমেট শাহেদ বললো,
“চিঠিটা, খুলে পড়ে ফেলিস,
ওখানে তোর বাবার শেষ কথাগুলো
আটকে আছে তোর জন্য,
না বলতে পেরে, উনি বোধহয় কষ্ট পাচ্ছেন”।

আমি আর দ্বিতীয়বার চিন্তা না করে
চিঠির খামটা খুলে ফেললাম।
বাবা সব সময় যে ভাবে শুরু করতো
চিঠিটা শুরু হয়েছে সেই ভাবেই,
“ ভালো আছো তো,
আমরা ভালো,
কিছু দরকার হলে , আমাকে বলতে না পারলে
তোমার মা’কে বলবে”।
আমার আর পড়া হলোনা বাকীটুকু,
হঠাৎ হোষ্টেল কাঁপিয়ে চিৎকার করে বলে উঠলাম
“বাবা আমার এখন তোমাকেই দরকার”,
শাহেদ আমার দিকে তাকিয়ে বললো,
“আরো জোরে চিৎকার করে বল,”
আমি বুকের সমস্ত শক্তি দিয়ে কেঁদে বললাম.
“বাবা আমার এখন তোমাকেই দরকার”।
-------------
রশিদ হারুন
০১/০২/২০১৮

মন্তব্য ১৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০২

তারেক_মাহমুদ বলেছেন: খুব কষ্ট পেলাম ভাইয়া। বাবার আত্মা শান্তি পাক।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৯

বিজন রয় বলেছেন: যাদের বাবা নেই এই কবিতা তাদের কাঁদাবেই।
হৃদম্পর্শী!!

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩২

রিএ্যাক্ট বিডি বলেছেন: ভাই খুব ভালো লাগছে গল্পটি | এটা দিয়ে আমি একটা শর্ট ফিল্ম করতে চাই যা ইউটুবে এ ছাড়বো | চ্যানেল লিংক নিচে
https://www.youtube.com/TeamRohitpure

আমরা আপনার ক্রেডিট ও দিয়া দিবো ভিডিও তে | শুধু আপনার অনুমতি লাগবে

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪০

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: আপনার নাম্বার অথবা ফেইসবুক আইডি টা দিবেন দয়া করে আমারটা https://www.facebook.com/G.M.Harun.Or.Rashid

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৩

রিএ্যাক্ট বিডি বলেছেন: ফেইসবুক আইডি https://www.facebook.com/TalhaYousufKhan

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৩

যবড়জং বলেছেন: :( :( :(

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৭

শায়মা বলেছেন: কি সাংঘাতিক ভাইয়া। :(

প্রিয়তে রেখে দিলাম।

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৪১

মিথী_মারজান বলেছেন: কতটা যে মর্মস্পর্শী সেটা প্রকাশ করার ভাষা আমার জানা নেই!
নিজেকে সামলে নিতে আমার নিজেরই অনেকটা সময় লাগল।
গভীরভাবে অনুভব করলাম আপনার প্রতিটা অভিব্যক্তি।

আপনার বাবার আত্মার মাগফেরাত কামনা করছি।
মহান আল্লাহ্‌ আপনাকে আর আপনার পরিবারকে শোক কাটিয়ে ওঠার তৌফিক দান করুক।

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৯

করুণাধারা বলেছেন: কবিতার মধ্যে এমন একটা বেদনা আর হাহাকার আছে যে তা পাঠকের মনকে আর্দ্র করে তুলবেই- মন ছুঁয়ে গেল আপনার বেদনা।

শোক সামলে উঠুন এই প্রার্থনা করি।

৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩১

অয়ি বলেছেন:



বাবা ছাড়া পৃথিবী অনেক ছায়ার মধ্যেও ছায়াহীন ।

১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩১

কিরমানী লিটন বলেছেন: বাবার জন্য ভালোবাসা

কবিতায় ভালোলাগায় অতল ছুঁয়ে গেলো।

১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৪৩

জগতারন বলেছেন:
প্রবাসে এ কবিতাটি পড়ে
আমার চোখ দু'টি আদ্র হয়েছিল।

এ যেন সকল সন্তানের এক চির দিনের এক আবেদন।
তার পরও একদিন তারা চলে যায় দূরে।

কবির প্রতি সমবেদনা জ্ঞাপন করি।

১২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৪৩

জগতারন বলেছেন:
প্রবাসে এ কবিতাটি পড়ে
আমার চোখ দু'টি আদ্র হয়েছিল।

এ যেন সকল সন্তানের এক চির দিনের এক আবেদন।
তার পরও একদিন তারা চলে যায় দূরে।

কবির প্রতি সমবেদনা জ্ঞাপন করি।

১৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

রিএ্যাক্ট বিডি বলেছেন: আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ট করছি YouŠuf

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.