নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

বলে ফেল “ভালোবাসি”

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৪

শাহেদ ,এখনিই সময়
বলে ফেল “ভালোবাসি”।
চায়ের কাপে যখন তখন ঝড় তুলে
বন্ধুদের সাথে নিয়ে মাস্তি করিস সব ভুলে
রাজনীতি, অর্থনীতি,সিনেমা অথবা লেখাপড়া
সাথে অন্য মানুষের প্রেমের গল্পের বোঝাপড়া,
বন্ধুর কষ্ট সহ্য করতে না পেরে
তার হয়ে ভালোবাসার কথা বলে দিস অন্যকে অনায়াসে,
বন্ধু তোর কথাও বলে ফেল আজই
এখনিই সময়’
বলে ফেল “ ভালোবাসি”।


ভালোবেসে তুই কতোবার মেঘ হতে চেয়েছিস.
তারপর একসময় দেখি গোপনে
কেঁদে কেদেঁ বৃষ্টি হয়ে ঝরেছিস
অথচ, তোর বুকের মধ্যে লুকিয়ে
তোরই ভালোরাসার গল্প
অভিমানের আর বিরহের হাওরে
প্রতিদিনই ডুবে মরে অল্প অল্প,
বন্ধু এখনিই সময়
বলে ফেল “ভালোবাসি”।


ভালোবাসার কথা বুকে আটকে গেলে
অহরহ মন মরে যায় বুকের মাঝে
এক সময় পুরো মানুষটাই মরে
যখন ভালোবাসার মানুষটা দেখা যায় অন্যের বুকে
তুই’ও তো মরে যাবি তোর বুকে
তোর হয়ে কেউ বলবে না বন্ধু।


শাহেদ , তোর কথাও তুই নিজেই বলে ফেল
আজই ,এখনিই সময়


বলে ফেল ‘
“ভালোবাসি, তোমাকেই ভালোবাসি”।
------------------
রশিদ হারুন
১২/০২/২০১৮

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৪

রাজীব নুর বলেছেন: সুন্দর।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১১

তারেক_মাহমুদ বলেছেন: বলে ফেললাম

ভাল হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.