নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
প্রায়ই স্বপ্ন দেখি,
আমি নদীর চরে আটকে আছি
চারিদিকে শুধু বালি চিকচিক করে
আমি একা,
যে দিকে তাকাই কোন মানুষজন নেই,
চিৎকার করে ডাকলেও কেউ শুনে না,
শুধু একটি কাক
বসে থাকে আমার পাশে।
আমি ভয়ে অস্হির হয়ে ছুটোছুটি করি
নদীর চরের শুরু ও শেষ
আমি কখনো খুঁজে পাইনা,
সঙ্গীহীন এই চরের একমাত্র সঙ্গী
আমি আর কাকটি।
এক সময় মনে হয়
এই জীবনে আর আমার মুক্তি নেই
তীব্র হাহাকার,তীব্র ভয় নিয়ে
প্রতিবারই জেগে উঠি।
স্বপ্নের মানে খুঁজতে
কতো বই’তে ডুবলাম,
জ্ঞানী মানুষের দরজায় দাড়ালাম,
সব জায়গা থেকে একই সান্ত্বনা,
আমি নাকি জন্ম থেকেই অস্হির মানুষ
আমাকে স্হির হতে হবে।
একদিন অসংখ্য মানুষের ভীড়ে
রাস্তা দিয়ে হাটতে গিয়ে
একটি কাকের দিকে চোখ গেলো
ল্যাম্পপোষ্ট্র উপর বসে
আমার দিকে তাকিয়ে আছে
আমিও স্হির হয়ে
কাক’টির দিকে তাকিয়ে থাকলাম
তারপরই দেখলাম
আমি চরে আটকে গেছি,
অসংখ্য মানুষে মাঝেও
আমি নিঃসঙ্গতার চরে আটকে গেছি
এক সময় দেখলাম সব মানুষই
তার নিঃসঙ্গতার চরে আটকে আছে।
স্বপ্নে এখন আর নদীর চর দেখিনা,
দেখি শুধু
নিঃসঙ্গ মানুষের চরে আটকে গেছি
আর একটি কাক বসে থাকে আমার পাশে।
————————————-
রশিদ হারুন
১৬/০২/২০১৮
©somewhere in net ltd.