নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
লক্ষ কোটি মানুষ অপেক্ষায় আছে
তাদের প্রিয় অভিমানী কবির অপেক্ষায়
সবাই ফিসফিস করে আলাপ করছে
কবি আজ যে কবিতাটি শোনাবেন
হয়তো তার জীবনের শ্রেষ্ঠ কবিতা,
প্রতিটি শব্দ হয়তো
অভিমানে ভিজেঁ থাকবে।
কবি মঞ্চে উঠে দাড়ালেন,
শ্রোতারা সবাই চুপ হয়ে গেলো,
কবি পকেট থেকে
একটি কাগজ বের করলেন
সেখানে একটি কবিতা লেখা আছে।
কবি মাইক হাতে বললো-
“কবিতাটি শোনাবার আগে আমি
দুটি কথা বলতে চাই,
আমার বুকের মাঝে আজ ঘুম নাই,
আমি সম্পুর্ণ বুক হাতরে
একটিও অভিমানের শব্দ খুঁজে পাইনি,
আমার অভিমানী শব্দগুলো
আজ রাজপথে
শ্লোগানে শ্লোগানে যুদ্ধে নেমেছে
মানুষ বাঁচার লড়াইয়ে নেমেছে”।
শ্রোতারা সবাই চিৎকার করে বলে উঠলো-
“আমাদের কি আর কখনো
অভিমানের কবিতা শোনা হবেনা?
কবি বললো-
“অভিমানগুলো আবার বুকে ফিরলেই
আমি আমার কবিতার বুকে বিলিয়ে দিবো,
আজ আমি আপনাদের জন্য এই প্রথম
একটি বিপ্লবী কবিতা লিখেছি।”
শ্রোতারা চুপ হয়ে গেলো,
কবি বুকের মাঝে একটি হাত রেখে কবিতাটি পড়লো,
“ মানুষ ভালোবাসার জন্য”।
তারপর লক্ষ কোটি মানুষ
বুকের মাঝে একটি হাত রেখে
আকাশ বাতাস কাপিয়ে গর্জন করে উঠলো
“ মানুষ ভালোবাসার জন্য”।
————————-
রশিদ হারুন
০৯/০৩/১৮
©somewhere in net ltd.
১| ১০ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৫১
রাজীব নুর বলেছেন: ভেরি গুড।