নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

মন খারাপের গল্প

২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭


সব কিছু চলে যায়
কিছু কিছু বলে যায়
আর কিছু না বলেই চলে যায়।

দিন চলে যায়
বছর চলে যায়
মানুষ চলে যায়
মন চলে যায় আপনজনদের
সাথে ভাগাভাগি করে
কেউ বলে যায় বিদায়
কেউ চলে যায় অগোচরে
শুধু শুন্য করে যায়
বুক, চোখ ,মাথা।

হঠাৎ যদি, কোনদিন
মনে পরে যায় কারো নাম,
মন খারাপ হয়ে যায় আমার
তীব্র মন খারাপ করে
আকাশের দিকে তাকাই।

সব কিছু চলে যায়
কিছু কিছু বলে যায়
আর কিছু না বলেই চলে যায়
একদিন হ্য়তো
কোন একজন আমার কথা ভেবে
তীব্র মন খারাপ করে
আকাশের দিকে তাকাবে,
তার কথা ভেবেও
আমার মন খারাপ হয়ে যায়।

“আহারে, মানুষ কেনো চলে যায়”।
——————————
রশিদ হারুন
২৩/০৩/২০১৮

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমিও চলে গেলাম

২| ২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: আসা-যাওয়াই প্রকৃতির অমোঘ নিয়ম!

৩| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ৮:০২

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

৪| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: চলে যাওয়াই জগতের চিরাচরিত নিয়ম। সবাইকেই চলে যেতে হবে।

৫| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৮

রাজীব নুর বলেছেন: আমাদের সবাইকেই একদিন চলে যেতে হবে। তাই চলে যাবার আগে আমাদের ভালো কিছু করে যাওয়া খুব দরকার।

৬| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩৮

প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.