নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
তোমার চিঠি আসেনা অনেকদিন
তাই,শহরের সমস্ত পোষ্টবক্স
গুম হয়ে গেছে বিষন্নতায়
শহরটা মরে যাচ্ছে ধুঁকে ধুঁকে
তোমারই শূন্যতায়।
নাগরিকগন জানে না
নগরপিতা ও জানে না
শুধু আমি জানি
জানে আমার মন ও বুক,
শহরের সাথে মরছি ও আমি
আমার বুকে শূন্যতা
আর মনে বিষন্নতা
দু’জনের একই অসুখ।
———————
রশিদ হারুন
২৫/০৩/২০১৮
©somewhere in net ltd.