| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জিএম হারুন -অর -রশিদ
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
তোমার চিঠি আসেনা অনেকদিন
তাই,শহরের সমস্ত পোষ্টবক্স
গুম হয়ে গেছে বিষন্নতায়
শহরটা মরে যাচ্ছে ধুঁকে ধুঁকে
তোমারই শূন্যতায়।
নাগরিকগন জানে না
নগরপিতা ও জানে না
শুধু আমি জানি
জানে আমার মন ও বুক,
শহরের সাথে মরছি ও আমি
আমার বুকে শূন্যতা
আর মনে বিষন্নতা
দু’জনের একই অসুখ।
———————
রশিদ হারুন
২৫/০৩/২০১৮
©somewhere in net ltd.