নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

আমি কাঁন্নার জলে ডুবেই মরবো

১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৯


একদিন অপরিচিতা নারী বললো,
“এই যে শুনছেন ?
আপনাকেই বলছি,
আপনার কবিতগুলো আজকাল এতো কষ্টের জলে ভিঁজে থাকে কেনো?
আগেতো খুব কড়কড়ে টাটকা ছিলো কবিতাগুলো,
এখন পড়তে গেলেই বুকটা
জলে ভিঁজে যায় যখন তখন,
আমার খুব কষ্ট হয় জল শুঁকোতে,
আপনার যদি কবিতা লেখার সময়
খুব ভালোবাসার রোঁদ
দরকার হয় আমাকে বলবেন,
আমি আপনার জন্য ভালোবাসার রোঁদ নিয়ে অপেক্ষায় থাকবো।“

আমি ভয় পাই,
ভালোবাসার রোঁদ আমার সয় না,
আমার রোঁদ চুরি হয়ে যায় অহরহ,
আমার সব চুরি হয়ে যায়
প্রথম চুরি হয়ে গেলো
ভালোবাসা আর সুখ,
তারপর বিশ্বাস,
তারপর একে একে
বিরহ, ক্রোধ আর প্রতিশোধ,
সম্বল ছিলো শুধু অভিমানটুকু,
তাও ছেড়ে গেলো আমাকে গোপনে,
শুধু চারিদিকে কাঁন্না আমাকে ছুঁয়ে আছে,
ভিতরে বাহিরে শুধু কাঁন্না আর কাঁন্না।

আমি জানতাম না
আমি কতোটুকু কাঁদতে পারি
আসলে কোনো মানুষই জানেনা
সে কতোটুকু কাঁদতে জানে।
আমি আরো জানতাম না
যতোটুকু জল জমা থাকে মানুষের বুকে
তারচেয়ে কম ভালোবাসতে হয় ।
আমি বোধহয় ভালোবেসে
মরতে চেয়েছিলাম
তাই আমার বুকে কাঁন্নার চেয়ে
বেশী ছিলো ভালোবেসো ।

নারী,
তোমার বুকের টাটকা রোঁদ
তুমিই রেখে দাও,
আমার কবিতা গুলো ভিঁজেই থাক
আজ আমার কাঁন্নার জলে
ডুবে মরার শখ হয়েছে ।
——————-
রশিদ হারুন
১৩/০৪/২০১৮

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১:০৮

আকতার আর হোসাইন বলেছেন: বাহ!!! ভালো লাগলো..

১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ২:০৫

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

২| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১:১৬

কাওসার চৌধুরী বলেছেন: চমৎকার লেখা। দুইবার পড়লাম



ব্লগে স্বাগতম।

১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ২:০৬

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৩| ১৩ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২২

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোরম।

১৩ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৫

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৪| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০১

ব্লগার_প্রান্ত বলেছেন: আমার কাছে ভালো বিষ আছে। হা করেন :-/ হা...

১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০১

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: হা

৫| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০১

ব্লগার_প্রান্ত বলেছেন: কবিতায় +

১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০১

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.