নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

কষ্ট আমাকে জিপিএস দিয়ে ঠিকই খুজেঁ নেয়

১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৬

ভোরবেলার রেল গাড়ীটা
হঠাৎ আমার বুকে ডুকে গেলো.
আমাকে ঘুম থেকে জাগিয়ে দিলো ,
বুকজুড়ে তীব্র হূইসেল এর আওয়াজে।

পুরো বগি জুড়েই কষ্ট আর কষ্ট
ফেলা আসা কষ্ট, ভবিষ্যৎ কষ্ট
দেখা না দেখা কষ্ট ,
লাইনচূত্য হয়ে পুরো বগি বুকে ডুকে গেলো
আমারই কান্নার জলজ বুকে।

ছন্দ দিয়ে আওয়াজ হচ্ছে বুকে-

"রেলগাড়ী ঝিক ঝিক
কষ্ট পাবো দিক দিক”।

আমি ভয়ে থাকতাম
ভোরবেলার রেল গাড়ীটার ভয়,
তাই রেল লাইন থেকে
অনেক দুরে বসত গেড়েছিলাম
অথচ, আশেপাশে এতো মানুষ , এতো বাড়ীঘর
কারোই কিছু হলোনা,
আমার বুকটাই ঠিক খুঁজে নিলো ,
আটকে পরা রেলগাড়ীটা শুধু হূইসেল বাজিয়ে যাচ্ছে,
ছটফট করছে মুক্তির জন্য,
একসময় সব কষ্ট আমার বুকে ঢেল দিয়ে
রেল গাড়ীটা হালকা হলো ।

আমি যেখানেই থাকি ,
যতই অফলাইনে থাকি না কেনো
কষ্ট আমাকে
জিপিএস দিয়ে ঠিকই খুজেঁ নেয়।
-----------------------
রশিদ হারুন
১৭/০৪/২০১৮

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাল হয়েছে। কিছু টাইপো আছে ঠিক করে নেবেন।

১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০১

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ , ভালো থাকবেন

২| ১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৯

রাজীব নুর বলেছেন: বেশ।

১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৯

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: সবই ভালোবাসারে ভাই

৩| ১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৪

কানিজ রিনা বলেছেন: আহারে যত অফ লাইনে থাকেন তবুও
জিপিএস খুজে নেয়। আর আপনার বুকে
হুইসেল বাজে। ভিষন দারুন লিখেছেন।

১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০০

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ , ভালো থাকবেন

৪| ১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৩

সোহাগ তানভীর সাকিব বলেছেন: হুম, সুন্দর।

১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০০

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ , ভালো থাকবেন

৫| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৪

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আমার ব্লগে একটু ঢু মারেন কষ্ট করে রেলগাড়ি নিয়ে একটা কবিতা আছে পড়ে দেখলে খুশি রহিব। আপনারটা চমৎকার লাগল

৬| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৪

কাওসার চৌধুরী বলেছেন:


শিরোনামটা দারুণ।

৭| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: ভাল হয়েছে,তবে আমিও ডুকরে কেঁদে উঠলাম,এই বুঝি রেলগাড়ি এসে পড়ে।সম্রাট ভায়ের কমেন্টটা দয়া করে একটু লক্ষ্য রাখুন।

শুভ কামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.