নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

পোষা ভয়

০৪ ঠা মে, ২০১৮ বিকাল ৩:০১

ঈশ্বর,
আমি কষ্টে আছি,
আমাকে টেনে তোল,
দয়া করে টেনে তোল।

ঈশ্বর,
আমি অষ্ট প্রহর পোষা ভয়ে কুকড়ে থাকি
আমি ঈশ্বর , খোদা , ভগবান আর প্রভু
এক করে ফেলি
আমি মসজিদ,মন্দির, গির্জা আর পেগোডায় ধার্মিক দেখি লক্ষ কোটি,
ধর্ম দেখি মাত্র কয়েকজনের বুকে,
আমার বুকেও ধর্ম টের পাই না
টের পাই পোষা ভয়।

খোদা,
আমায় কেউ ভালোবাসে না
আমার কোনো প্রেমিকা নাই,
শুধু মা’ একটু বেশি ভালোবাসতো,
মা,কবরে বাস করে অনেকদিন হলো,
বাবা ও তার পাশাপাশি ঘরেই থাকে ।
বাবা শুধু বকতো ,
আর বলতো “মানুষ হও আগে”
খোদা ,
আমি ‘মানুষ’ হইনি
আমি কষ্টে আছি,
প্রতিদিন বুকটা খুলে
কষ্টগুলো মা’র কবরে শুইয়ে দেই,
আমি স্বার্থপর ,
মা’কে সারাজীবন কষ্টই দিয়ে গেলাম,
বাবা’র কবরে ভয়ে চোখ তুলে তাকাই না,
যদি ডেকে বলে ,
“এখোনো মানুষ হলি না”
খোদা,
আমাকে টেনে তোল।

ভগবান,
আমাকে একজন প্রেমিকা দাও,
তার ভালোবাসায়
যেনো আমার মরণ হয়,
তার প্রতারনায়
যেনো আমার মরণ হয়,
তার চোখে , স্তনে, নাভী ,আর ঠোঁটে
যেনো প্রতি মূহুর্তে মরণ হয়।
ভগবান ,
না হলো তুমি আমার প্রেমিকা হও,
আমাকে ভালোবেসে মেরে ফেলো
আমি একটুও প্রতিবাদ করবো না
আমি কষ্টে আছি
আমি টেনে তোল
তারপর মেরে ফেলো।

প্রভু,
আমার বুকে কেনো আমাকেই
ক্রুশ বিদ্ধ করেছ?
আমার বড্ড কষ্ট হয়
তুমি আমাকে ‘এক’ধর্মের
ঘরে জন্ম দিয়েছো,
অথচ আমার বুকের ঘরে
দিয়েছো হাজারো ধর্ম,
প্রভু,
আমার পোষা ভয়,
কবে দেখবে আমাকে
মুসলমান , হিন্দু,খ্রিষ্টান বৌদ্ধ
সবাই মিলে মেরে ফেলবে,
তারচেয়ে আমার বুকে
একটা ধর্মই দাও,
‘মানব ধর্ম’ দাও।

অন্তত বাবা’র কবরে দাড়িয়ে বলতে পারি
বাবা,
আমি মানুষ হয়েছি,
তারপর মরে গেলে মরে যাবো
বাবা’তো আর বকবে না।
—————————-
রশিদ হারুন
০৪/০৫/২০১৮

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৮ বিকাল ৪:১৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৪ ঠা মে, ২০১৮ বিকাল ৫:২১

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ভালোবাসা আর ধন্যবাদ রইলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.