নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
আমার ভালোবাসা, অভিমান, বিরহ,
সুখ ,দুঃখ ,শরীর সহ
সবই তোমার জবরদখলে
আমি আমার ‘বিশ্বাস’টুকু রেখেছি শুধু আগলে
তবু প্রতারনা কেনো টের পাই
তোমার প্রতিটি নিশ্বাসে নিশ্বাসে ?
আমি প্রতি মূহুর্তেই খুন হয়ে যাই
যখন বুঝি তোমার নজর পরেছে আমারই বিশ্বাসে।
-----------
রশিদ হারুন
০৬/০৫/২০১৮
০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৫
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ভালোবাসা আর ধন্যবাদ রইলো
২| ০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩২
কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগলো।
০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ভালোবাসা আর ধন্যবাদ রইলো
৩| ০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮
চাঁদগাজী বলেছেন:
মনে হচ্ছে, ভালোবাসা হারিয়ে গেছে
০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ভালোবাসা আর ধন্যবাদ রইলো
৪| ০৬ ই মে, ২০১৮ রাত ৯:৪৪
মোছাব্বিরুল হক বলেছেন: তবু প্রতরনা কিনো টের পাই
প্রতরনা নাকি প্রতারনা?
সুন্দর কবিতার জন্য ধন্যবাদ।
০৬ ই মে, ২০১৮ রাত ১০:৫৩
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ভুল হয়েছে , প্রতারনা হবে
৫| ০৬ ই মে, ২০১৮ রাত ৯:৪৫
আল আমিন সেতু বলেছেন: সাদামাটা অসাধারণ। ++
০৬ ই মে, ২০১৮ রাত ১০:৫৬
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
৬| ০৬ ই মে, ২০১৮ রাত ৯:৪৬
মোছাব্বিরুল হক বলেছেন: তবু প্রতরনা কেনো টের পাই
প্রতরনা নাকি প্রতারনা?
সুন্দর কবিতার জন্য ধন্যবাদ।
৭| ০৭ ই মে, ২০১৮ সকাল ১০:২৫
রাজীব নুর বলেছেন: সবাই গুনবান গুনবতী হতে চায়, কেউ গুনগ্রাহী হতে চায় না।
বড় সমস্যা এখানেই।
©somewhere in net ltd.
১| ০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:১১
আবু আফিয়া বলেছেন: ভাল লাগল, ধন্যবাদ