নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
কবি হিসাবে আমি খুবই বিষাদে ডুবেছি,
একটি শব্দের অপেক্ষায় আমার কলম
আজ ধর্মঘট ডেকেছে।
শব্দটি হবে শ্রমিকের ,
শব্দটি হবে মালিকের,
শব্দটিকে বিশ্বাস করবে
রাজনীতিবিদ আর শাসকগন।
শিক্ষকরা বুকে ধারন করে শব্দটি
তার ছাত্রদের ক্লাশে বিতরন করবে,
এমন একটি শব্দ চায় আমার কলম
শব্দটি শুনে প্রান খুলে হাসবে
পুলিশ, ডাক্তার আর বুদ্ধিজীবিগন।
শব্দটি হবে শিশু আর বৃদ্ধদের ভরষা,
শব্দটি হবে চুম্বনের ভাষা,
এই শব্দটি থাকবে সব মানুষের বুকে।
পাঠকগন,
আপনারা সবাই জোড়ে তালি দিন,
স্লোগানে স্লোগানে অভিনন্দন জানান,
শব্দটি চলে এসেছে,
আমার বিষাদ বিদায় নিয়েছে,
আমার কলম ধর্মঘট ভাঙ্গতে যাচ্ছে,
এখনি কাগজে লেখা হবে শব্দটি,
সবাই চিৎকার করে বলুন “ ভালোবাসা”।
——————————
রশিদ হারুন
২৯/০৭/২০১৮
২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০০
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: 'ভালোবাসা' ... ভালো থাকুন - সুস্থ থাকুন
২| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ২:৪১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ বলেছেন কবি,
ভালোবাসা অমর হোক
২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০০
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: 'ভালোবাসা' ... ভালো থাকুন - সুস্থ থাকুন
৩| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ৩:৪৬
চঞ্চল হরিণী বলেছেন: আমি জানতাম, 'ভালোবাসা'-ই হবে সেই শব্দ। দারুণ ভালো লাগলো উপস্থাপনা।
২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০০
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: 'ভালোবাসা' ... ভালো থাকুন - সুস্থ থাকুন
৪| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:২৯
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০১
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: 'ভালোবাসা' ... ভালো থাকুন - সুস্থ থাকুন
৫| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৩৫
আহমেদ জী এস বলেছেন: জিএম হারুন -অর -রশিদ ,
হুমমমমমমম.... যা ভেবেছি তা-ই । শুরু থেকেই এ শব্দটাই ভাসছিলো মনে , শেষে দেখি সে শব্দটাই সাঁতরে সাঁতরে চলে এসেছে আপনার কলমের ডগায় ।
সুন্দর হয়েছে ।
২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০১
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ভালোবাসাআআআআআ...!
©somewhere in net ltd.
১| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ২:২০
ভ্রমরের ডানা বলেছেন:
দামি শব্দ! ঘাটতি সর্বত্র! তবে উচ্চারিত কম হচ্ছেনা! কিন্তু মুখেই শুধু! মননে নয়! তাই কবিতার যথার্থ লক্ষ্য চিৎকারে আসবে না যতক্ষণ না মননে ধারণ করা হচ্ছে।