নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

কবি ও বিপ্লবী

০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৬


আমার কাছে একজন বিপ্লবী আর
একজন কবি একই অর্থ,
আপনারা এখন কবি’র পরিবর্তে
বিপ্লবী শব্দটি ব্যাবহার করতে পারেন।

এই ধরুন,
যে কবিতাটি সমাজ বদলায়
সেই কবি’ই বিপ্লবী,
আর যে বিপ্লবী’র শ্লোগান
মানুষ বুকে ধারন করে
সেই স্লোগানই কালজয়ী কবিতা।

‘কবিতা’ আর ‘বিপ্লবী স্লোগান’
দুটিই আসে অভিমান থেকে।

ভালোবাসার প্রতি অভিমান,
অবহেলার প্রতি অভিমান,
নিজের অক্ষমতার প্রতি অভিমান,
অন্যায়ের প্রতি অভিমান,
শাসকের প্রতি অভিমান।

অভিমানে কিছু মানুষ
কলম দিয়ে প্রতিবাদ করে,
অথবা কিছু মানুষ মুখে স্লোগান দিয়ে।

বিপ্লবী আর কবি
দু’জনেরই জন্ম অভিমান থেকে,
তাই আমার অভিধানে এখন থেকে
বিপ্লবী আর কবি একই অর্থ ।
—————————
রশিদ হারুন
০৩/০৮/১৮

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২১

ভ্রমরের ডানা বলেছেন:


বিপ্লববাদ এক ব্যর্থ মতবাদ, আধুনিক যুগে বিপ্লবী নয় আশাবাদী হতে হয়। আর বর্তমানে কবি শাশ্বতিক কবিত্ববাদ বহনকারী! দুটো ভিন্ন জিনিস মনে হয়।

২| ০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২১

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতা ভাল হয়েছে! প্লাস+++

০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৩| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৮:০২

খায়রুল আহসান বলেছেন: কবি আর বিপ্লবী- উভয়েরই জন্ম অভিমান থেকে, এ কথাটা ঠিক মেনে নিতে পারছি না। আরো অনেক অনুষঙ্গ থাকতে পারে উভয়ের পেছনে।

০৪ ঠা আগস্ট, ২০১৮ দুপুর ১২:১১

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

০৪ ঠা আগস্ট, ২০১৮ দুপুর ১২:১২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: সব সময়ের মতো আপনার কাছে কৃতজ্ঞ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.