নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

সমুদ্র, নদী ও একজন মেয়ে

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩০

যে মেয়েটি একদিন আমাকে বলেছিলো,
“ পুরুষ মানুষ শুধু নিজেকে সমুদ্র ভাবে
আর মেয়ে’দের নদী,
বলুনতো কেনো?”
আমি বলেছিলাম, “ কবি’রা হয়তো বলে,
আমি কবি না,
তারচেয়ে বরং চলো কোথাও বসে
কফি খেতে খেতে তোমার কপালের
লাল টিপ’ এর সৌন্দর্যর গল্প করি।”

মেয়েটি আমার সাথে কখোনো কফি’র টেবিলে বসেনি,
শুধু পত্রিকার পাতায় একদিন দেখেছিলাম
মেয়েটি সমুদ্রে ভাসছে লাশ হয়ে,
কপালে লাল টিপ’টা তখনও জ্বলজ্বল করছিলো।

মেয়ে’টি বোধহয় নদী হয়ে
সমুদ্রে ভাসতে চেয়েছিলো,
অথবা চেয়েছিলো ,একজন কবি তাকে
নদী আর সমুদ্রের গল্প বলুক।

আহারে, আমি কবি হলে বোধহয়
মেয়ে’টি বেঁচে থাকতো।
————————————————
রশিদ হারুন
২২/০৯/২০১৮

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩২

বাকপ্রবাস বলেছেন: খুবই সুন্দর

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪০

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ , ভালো থাকবেন, ভালোবাসা রইলো

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: চমৎকার উপস্থাপন।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪০

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ , ভালো থাকবেন, ভালোবাসা রইলো

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৪

মাহমুদুর রহমান বলেছেন: বেশ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪১

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ , ভালো থাকবেন, ভালোবাসা রইলো

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০২

আতোয়ার রহমান বাংলা বলেছেন: অনেক সুন্দর

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪১

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ , ভালো থাকবেন, ভালোবাসা রইলো

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: “ পুরুষ মানুষ শুধু নিজেকে সমুদ্র ভাবে
আর মেয়ে’দের নদী,
বলুনতো কেনো?”
আমি বলেছিলাম, “ কবি’রা হয়তো বলে,
আমি কবি না,

আপনার একটু আধটু ছ্যাঁকা খাবার দরকার ছিল
তাহলে কবি হতেন , মেয়েটাও বাঁচতো

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ ,
আপনার পরামর্শ মনে থাকবে।
ভালো থাকবেন, ভালোবাসা রইলো

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০২

নীল আকাশ বলেছেন: নিশ্চয় এটা কবিতা, তাইনা ? তবে আপনাকে বিরাম চিহ্নের ব্যবহারে আরো সর্তক হতে হবে............

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৭

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ পরামর্শের জন্য , বিরাম চিন্হ নিয়ে আপনার কথা মনে থাকবে , ভালো থাকবেন, ভালোবাসা রইলো

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৬

সনেট কবি বলেছেন: মনোমুগ্ধকর।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৭

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ , ভালো থাকবেন, ভালোবাসা রইলো

৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৩

রাজীব নুর বলেছেন: ভাষাকে ফাটিয়ে, বিশৃঙ্খল করে দিয়ে, নেমে আসে কবিতা।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৯

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: আপনার মন্তব্য বুঝলাম না, দয়া করে বুঝিয়ে বলবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.