নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

কবিতাটির এখনো নাম দেওয়া হয়নি

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১২:৪৫

পুরনো ঢাকার বিরানীর স্বাদ এখন আগের মতো পাইনা,-
পাবেন কিভাবে?
সব স্বাদতো নতুন ঢাকায় বেড়াতে গেছে,
নতুন মাল পেলে পুরোনো মাল কে চায়, বলুন?

জানেন ট্রাম্প নাকি এবার ‘নোবেল শান্তি’ পুরষ্কার পাবে – শান্তির মা মরে গেছে বোধহয়,
সুঁচি ও পেয়েছিলো এক সময় – আপনারা সবাই হাসলেন কেনো?
নোবেল বেচারার আত্মা যেনো শান্তি পায়,
সবাই বলেন, আত্মা শান্তি পাক।

আমরা ‘পদ্মা সেতু’ নিজের টাকায় করছি, অপমানে বিশ্ব ব্যাংক এখন সেই টাকায়
‘হিমুর হলুদ পান্জাবী’ নামের বাংলা সিনেমায় লগ্নি করতে চা্চ্ছে,-
দোহাই ওই টাকায় সিনেমা বানাবেন না,
তাহলে ‘হিমুর পান্জাবীর হলুদ রং ঝলসে যাবে’- কষ্ট নিয়েন না এই অধমের কথায়।

গনতন্ত্রের রং কি?
এতো বয়স হয়েছে এখনো জানেন না?
আপনার মেয়ে যেই ছেলেকে পচ্ছন্দ করে,
তার সাথেই মেয়ের বিয়ে দিয়ে দিন,
তার সংসার সে করবে, আপনার কি?
সে’দিন যে, আপনার মেয়েটাকে এতো মারলেন,
শরীর থেকে রক্ত বের হয়েছিলো?
রক্তের রং আর গনতন্ত্রের একই রং,
না বুঝলে, বুঝতে হবে আপনার চোখে ছানি পড়েছে।

আচ্ছা এতো ধর্ষন বেড়েছে চারিদিকে,
খেয়াল করেছেন?
হলে কি?
আমার তো বোন ও নেই, মেয়েও নেই?
আরে মশাই, যারা ধর্ষন করে তারা বলাৎকার ও করে?
আপনার পশ্চাৎদেশে ভালো মাংসই আছে দেখে মনে হয়,
আপনাদের কি বাপ, ভাই আর ছেলে নাই?
আছে, তারা আপনার মতো নপুংশক না,
শালা হিজরা, যা দু হাতে তালি বাজা।

আমার না অল্পতেই মন খারাপ হয়,
মনে হয় কেউ আমাকে ভালোবাসে না?
মন খারাপ থাকবে না দেখবেন,
ইলেকশন চলে এসেছে,
সব নেতাই আপনার জন্য ভালোবেসে জীবন দিতে প্রস্তুত-
আমিতো আপনাকে একবারও বলি নাই,
আমার মরে যেতে ইচ্ছে করে?
আমাকে, আমার পরিবারের সবাই ভালোবাসে,
নেতারা ভোট চাইতে বাসায় আসলে
আমি নিজেই এবার বলে দিবো, আমি বাসায় নাই,
যদি চাঁদের দেশে চলে যেতে পারতাম।

ভাই এতো প্যাঁচাল পারলেন,
আপনি কে?-
আমি কেউ না,
আমি হতাশ আর বিষ এর মাঝামাঝি একটা শব্দ,
এখনো নাম ঠিক হয় নাই,
হলে জানাবো।
——————
রশিদ হারুন
০২/১০/২০১৮

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১:২৭

চাঁদগাজী বলেছেন:


আপনি যেই কবিতাটার নাম দেননি, উহা কোথায়?

২| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ২:১১

বলেছেন: ন বেল - হাহা, ভাল লাগলো

৩| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৩:০৮

মাহমুদুর রহমান বলেছেন: ভালো লিখেছেন।

৪| ০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৫

রাজীব নুর বলেছেন: তুমিই তো বেঁচে থাকার সুখ
বুকে জমানো প্রিয় অসুখ,
আলগোছে বেঁধে রাখি হৃদয়ে তোমার মুখ।

৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৯

নীল আকাশ বলেছেন: নিদারুন সত্য কথার কোন নাম হয় না।
শুভ কামনা রইল!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.