নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

আমি একটা বহুরুপী

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:১৯


আমার ভিতরে একটা ‘হারামজাদা’ আছে
-এই দেশে মানুষ থাকে,
সব শালা ইতর।

আমার ভিতরে একটা ‘কবি’ আছে
- আমি আকাশের গায়ে
এক বিঘা জমিন কিনেছি,
একদিন মেঘের ঘর বানাবো ।

আমার ভিতরে একটা ‘শিশু’ আছে
-‘বাবা’ আমাকে কোলে নিতে হবে কিন্ত্তু,
আমার হাটতে কষ্ট হয়।

আমার ভিতরে একটা ‘বাবা’ আছে
-মা’মনি, রাতে না খেয়ে ঘুমাতে নেই
এক চড়ুই সমান ওজন কমে যাবে।

আমার ভিতরে একটা ‘প্রেমিক’ আছে.
-মনোলীনা,
আমার অভিমানের অস্ত্রে একদিন তুমি খুন হবে,
সাবধানে বাড়ী যেও ,
ভালো থেকো।

আমার ভিতরে একটা ‘মানুষ’ আছে
-বুঝে না বুঝে ছেলেটি একটা কথাই বলেছিলো,
তাই বলে একেবারে গুলি করে মেরে ফেলবেন,
আমি কোনো মা’র চোখে
আর কখনো চোখ রাখতে পারবো না।

আমার ভিতরে একটা ‘বন্দী পাখি’ আছে
-পাখি তুই সুযোগ পেলেই কিন্ত্তু উড়াল দিস,
দোহাই তোর, পালিয়ে বাঁচিস।

আমার ভিতরে একটা ‘হাহাকার’ আছে,
-আমার গল্পটি ফুরালো,
তারপর সবাই সুখে শান্তিতে মিলেমিশে
এই দেশে বসবাস করতে লাগলো
-------------------------------
রশিদ হারুন
০৩/১০/২০১৮

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৪

মহসিন ৩১ বলেছেন: খুব ভাল লিখেছেন; বহু আসামঞ্জস্য জীবনের মাঝে; একে কিভাবে যেন মিলিয়ে এনেছেন,---- লেখায় ভাবের আধারে ঘাটতি পড়ে নাই কোথাও। তারপর যদি মানব চরিত্রের স্বাভাবিকত্ত এখনকার 'চারন কবিদের' মত উঠিয়ে আনতে পারতেন; তবে পোট্রেট বন্দী হত আপাতঃ অপূরণীয় ইচ্ছাগুলো-- মাত্রায় এসে গিয়ে তার সঠিক চরণগুলো তখন আবৃত্তিতে বাঁধা থাকতো।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৯

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ , ভালো থাকবেন

২| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:০৯

দুর্লভ মশিউর বলেছেন: এটা কি কবিতা??

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৯

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ , ভালো থাকবেন

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১২:২৫

আরোগ্য বলেছেন: আমার ভিতরে একটা ‘বন্দী পাখি’ আছে
-পাখি তুই সুযোগ পেলেই কিন্ত্তু উড়াল দিস,
দোহাই তোর, পালিয়ে বাঁচিস।- ভালো লিখেছেন।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২০

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ , ভালো থাকবেন

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১:০৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এই দেশ এরচেয়ে ভালো চলেনি কোনকালেই,

কবিতা ভালো লেগেছে

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২০

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ , ভালো থাকবেন

৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৯

রাজীব নুর বলেছেন: বেশির ভাগ মানুষই বহুরুপী।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২০

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ , ভালো থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.