নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
দিন’টা ছিলো রবিবার,
প্রচন্ড বৃষ্টিতে দুজনেই টং এর চায়ের
দোকানে আশ্রয় নিয়েছিলাম,
সেদিনই পরিচয় হয়েছিলো তোমার সাথে
অনেকদিন আমরা চা খেয়েছি একসাথে,
বৃষ্টিতেও ভিঁজেছিলাম আহাল্লাদে।
আমার এখন আর একা চা খেতে ভালো লাগেনা,
চা খেতে গেলেই শুধু বৃষ্টির কথা মনে পরে,
আর অল্প বৃষ্টিতেই চা্য়ের গন্ধ নাকে ভেসে আসে।
শুনেছি তুমি এই শহরেই এখনো থাকো,
আচ্ছা বলোতো, ‘মানুষ ভুলতে কতোদিন লাগে’।
——————————————
রশিদ হারুন
৩০/১০/১৮
২| ৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৯
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।
©somewhere in net ltd.
১| ৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৯
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।