নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

সংবিধিবদ্ধ সতর্কীকরণ

৩০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

যখনই আপনি আপনার নামে জনগনের স্লোগান শুনবেন,
আপনি নেশাগ্রস্ত হয়ে যাবেনই এক সময়,
এই নেশা কোনো ফেক্ট্ররীতে তৈরী হয়না,
তৈরী হয় জনতার বিশ্বাসে,
জনতার স্লোগানে,
আর সাধারন জনতার চেয়ে উঁচুতে
কোনো মঞ্চের মাইকে।

যখনই মানুষ নেশাগ্রস্ত হয়
সব সময় কিন্ত্তু সত্য বলেনা,
আর যা যা বলে কিছুক্ষন পরেই ভুলে যায় নেশা কেটে গেলে।

আর তাই মঞ্চে মাইকের সামনে দাড়িয়ে,
কবিগন, লেখকগণ, আমলাগন, রাজনৈতিক নেতাগণ ,আর সুশীলগন যা যা বলেন তা নিয়ে বেশী মাথা ঘামাতে নেই,
উনারাই সব ভুলে যায় মঞ্চ থেকে নামলেই,
আমজনতাই শুধু মনে রাখে সেই কথা।

সংবিধিবদ্ধ সতর্কীকরণ: যে কোনো নেশাই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
———————
রশিদ হারুন
৩০/১১/১৮

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১০

রাজীব নুর বলেছেন: একদম সত্য কবিতা।
প্রতিটা লাইন সত্য।

২| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২৩

নজসু বলেছেন:



সুন্দর ও সত্য প্রকাশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.