নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
কানা বক
——————
একটা বিষাদ বারান্দায় ‘কানা বক” এর মতো এক পায়ে দাড়িয়ে,
ঠোঁটে বিষন্নতার চিঠি,
তাকাচ্ছে এদিক ওদিক আমারই খোঁজে,
‘একলা আমি’ লুকাই অন্ধকারে বিষাদের ভয়ে,
‘একলা একটা বিষাদ’ তবুও বিষন্নতার চিঠি দেয় আমায় অযথাই ভালোবেসে,
আমার বুকের বিষাদ ও
একদিন পুড়ে যায় তীব্র বিষাদে।
বিষাদ এবার দে’না ছুটি আমায়,
তুই চলে যা অন্য বুকে
তোর বিষন্নতার চিঠি নিয়ে।
আমারও দিন আসবে,
একবার মরে গিয়ে জন্মাবো আবার,
অভিমানী মানুষ হয়ে আর না,
‘বিষাদ’ হয়েই জন্মাবো এবার,
ঠোঁটে রাখবো বিষন্নতার আক্ষেপের চিঠি,
বিষাদ তোর পায়ে ধরি,
দে’না আমায় সারাজীবনের ছুটি।
———————
রশিদ হারুন
১১/০২/২০১৯
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:০০
হাসাস হোসেন বলেছেন: হুম
©somewhere in net ltd.
১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৬
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।