নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

কষ্ট

১০ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:৪৮

ডাক্তার সাহেব বাচ্চা’র মা’কে বললেন,
“জোর করে খাওয়াবেন না,
ক্ষিধে লাগলে এমনি খাবে,
আপনার বেবী সম্পূর্ন সুস্হ আছে”
মা বললেন,
“খেতে চায়না একদমই,
আমার খুব কষ্ট লাগে,
তবুও একটা ঔষুধ দিন।”

কবিরাজ সাহেব বাচ্চা’র মা’কে বললেন,
“বাচ্চা’টার শরীরে ভাইটামিনের অভাব,
ঠিক মতন খাওন দিতে হইবো,
এই কবিরাজি ঔষুধ’টা কিনে খাওয়ায়,
ঠিক হয়ে যাবে।”
মা’ বললেন,
“ভাতই খেতে দিতে পারি না,
আবার ঔষুধ!
খুব কষ্ট লাগে,
ঠিক মত খাইতে দিতে পারি না”

মানুষের কতো রং এর কষ্ট যে পৃথিবীতে ঘুরে বেড়ায়,
যে শিশু ক্ষিধে পেটে ঘুমায় তার মা’র কষ্ট একরকম,

আর যে শিশুকে জোর করে খাওয়াতে হয়,
তার মা’র কষ্ট অন্যরকম।”

দেখুন ,পৃথিবীতে সব বদলিয়ে যাচ্ছে দিন দিন,
শুধু মা’র কষ্ট আর ক্ষিধের কষ্ট বদলালো না।
———————
রশিদ হারুন
১০/০৩/২০১৯

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০৫

মাহমুদুর রহমান বলেছেন: জন্মের পর টানা দুই বছর পর্যন্ত বাচ্চাকে বকুদের দুধ খাওয়ানোর নিয়ম।কিন্তু অধিংকাংশ মায়েরা তা সেই নিয়ম ভঙ্গ করেন। যার ফলে বাচ্চার শরীরে নানান ধরনের সমস্যা দেখা যায়।

আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন।

১১ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:১৫

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ ভাই
ভালেবাসা রইল

২| ১০ ই মার্চ, ২০১৯ রাত ৯:১৪

রাজীব নুর বলেছেন: দারুন আবেগময়।

১১ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:১৫

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ ভাই
ভালেবাসা রইল

৩| ১০ ই মার্চ, ২০১৯ রাত ১১:৫৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ লাগলো, আসলে কষ্টে সবাই, কেবল কষ্ট'টা ভিন্ন।

সুন্দর কবিতা গড়েছেন

১১ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:১৫

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ ভাই
ভালেবাসা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.