নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

একশত জনম

১১ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৫১


মনোলীনা,
ঈশ্বরের কাছে নতুন জীবন চেয়ে চেয়ে আমি ক্লান্ত।
যখনই আমার
তোমাকে ছোঁয়ার আর পাবার সময় হয়,
প্রতিবার সেই সময়ই তুমি চলে যাও বহুদূর।


-এতোদূর-
-এতোদূর-
-এতোদূর-


কেনো যে যাও?
আর ফিরতেই পারোনা পথ চিনে!
তুমি চলে যাও
অসংখ্য নদী, সমুদ্র, পাহাড়
আর আমার এক জনম দূর।


প্রতিবারই আমিও হারিয়ে ফেলি তোমাকে,
সাথে হারাই আমার একটা করে জনম।
তোমাকে খুঁজতে খুঁজতে পার করে ফেলেছি আমার নিরানব্বইটি জনম।


নিরানব্বইটি জনমের পর
আমি বুঝতে পেড়েছি
তোমাকে পাবার জন্য
আমার জন্ম থেকেই
তোমার ঘরের দরজায়
ঠায় দাড়িয়ে থাকতে হবে পাহাড়াদার হয়ে।


মনোলীনা,
তোমাকে পাবার জন্য
আমার নিরানব্বইটি জনম যথেষ্ট নয়,
অন্তত একশত জনম লাগবে আমার।
———————————
রশিদ হারুন
২৩/০৮/২০১৯

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:২৪

সেলিম আনোয়ার বলেছেন: প্রতীক্ষার শেষ হোক ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৩৭

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:০৩

রাজীব নুর বলেছেন: খুব ভালো লাগলো।

১২ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৭

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৩৫

সোনালী ডানার চিল বলেছেন: কবি, আর তো মাত্র এক জনম বাকি!
তারপর অপেক্ষার অবসান!

শুভকামনা রইল-

১২ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৭

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.