নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

‘মনোলীনা’ ও ঢাকা শহর

২১ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১২

মনোলীনা,
তুমি যেদিন থেকে চলে গেলে
এই ঢাকা শহর ছেড়ে,
সে’দিন থেকেই স্পর্ধা বেড়েছে সবার।

সবাই ধরে নিয়েছে,
তুমি এই শহরে আর ফিরবেনা।
তাইতো আজকাল রিকশাওয়ালারা আমার দিকে তাকিয়েও দেখে না।
কেমন অবহেলা ভরে ভাড়া চায়।
দশ টাকার ভাড়া বিশ টাকা চেয়ে ফেলে নির্ধিদ্ধায়।

তুমি নেই বলে,
ভিখারী ভিক্ষা নেয়না আমার কাছ থেকে,
করুনা করে আমার দিকে তাকায়,
আর পারলে আমাকেই কিছু ভিক্ষা দিতে চায়।

মনোলীনা,
‘আয়না ভাংগা চাঁদের আলো’ গিলতে যখন মধ্যরাতে রাস্তায় বের হই,
রাতের বেওয়ারিশ মাতালরা জোর করে আমাকে বাংলা মদ গিলিয়ে দেয়।
তারা আমাকেই অভদ্র বিরহী মাতাল বানিয়ে দেয়।
তখন মহল্লার কুকুরগুলো ‘অভদ্র আমাকে’ দেখলেই বিকট শব্দ করে চিৎকার করে ভয় দেখায়।
রাতের পুলিশ চেকপোষ্টে বারবার আমাকে চেক করে,
আর জানতে চায়,
“বুকের ভিতর কোনো নিষিদ্ধ শব্দ আছে কিনা?”

মনোলীনা,
তুমি এই শহর ছেড়ে চলে যাওয়ায়-
বাড়ীওয়ালা একদিনের নোটিশে আমাকে বাড়ী ছাড়তে বলেছে,
এই শহরে আর ব্যাচেলরকে বাড়ী ভাড়া দিবেনা কোনো বাড়ীওয়ালা।
এই শহরে এখন সারাদিন রাত্রি উল্টো হয়ে ঝুলে থাকে-
‘কাঁদতে কাঁদতে মুখ ফুলিয়ে থাকা একটি বালক আকাশ’।

মনোলীনা,
তুমি এই শহর ছেড়ে চলে যাওয়ায়
সবাই কেমন দরিদ্র হয়ে গেছে।
পত্রিকায় নতুন কোনো খবর নেই,
পত্রিকার অফিস বন্ধ হয়ে সবাই বেকার।
‘গুলিস্তানের কামান’ চোর চুরি করে লোহার দরে বিক্রি করে দিয়েছে।
মধুমিতা আর জোনাকি সিনেমা হলের সব টিকেট অবিক্রিত থাকে।
বই মেলায় একটিও কবিতার বই বিক্রি হয়না।
বাদামওয়ালা আর ফুচকাওয়ালা মন খারাপ করে গালে হাত দিয়ে বসে থাকে সারাক্ষণ
একজন কাষ্টমারের জন্য।

মনোলীনা,
দয়া করে,
তুমি ফিরে আসো এই ঢাকা শহরে,
আমার জন্য না হোক
এই শহরের মানুষের জন্য।

তুমি আসলেই,
আমি একদিনেই সাহসী হয়ে যাবো।
রাতের পুলিশের চেকপোষ্টে নির্ধিদ্ধায় বুক থেকে নিষিদ্ধ শব্দ বের করে দিবো পুলিশের হাতে-
“অপেক্ষা ও ভালোবাসা”।
————————————
রশিদ হারুন
২২/১১/২০১৯

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৩০

রাজীব নুর বলেছেন: মনোলীনা ছাড়া এই শহরে আর কেউ নেই??

২২ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:২৬

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: আমার আছে কবির হয়তো কেউ নেই।
বেচারা কবি

২| ২২ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪

নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর :)

২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:২২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৭

সুনীল সমুদ্র বলেছেন: সুন্দর কবিতা ! মন ছুঁয়ে যায় সহজেই। ....সহজ শব্দচয়ন, অন্তর্গত গদ্য-ছন্দের যথার্থতা আর গঠণশৈলীর নৈপুণ্য .... নজর কাড়ার মতো প্রশংসনীয়। ...

০৫ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:২২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.