নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

পুরুষ সভ্যতা

২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৭


মনোলীনা,
তুমি মেসোপটেমিয়া থেকে ইনকা সভ্যতা ধ্বংসের কথা জানো।
তুমি বৃটিশ শাসনের আধিপত্য ধ্বংসের ইতিহাস শুনেছো।
তুমি মহাকাশের শেষ প্রান্তের একটি তারার ধ্বংসের খবরও রাখো।
অথচ তুমি কখোনি খবর রাখোনি,
সেই ইতিহাসের -
যেখানে লক্ষ কোটি বছর ধরে
পুরুষ ধ্বংস হয় পুড়তে পুড়তে,
না পাওয়া এক নারীর শরীরের পোড়া বাড়ীতে।
আর কখনোই না দেখা এক স্বপ্নশোকে।

মনেলীনা,
পুরুষের ধ্বংসের ইতিহাস তুমি শুনতেও চাওনি কখনো!!
তুমি পুরুষ ধ্বংসের সভ্যতার ইতিহাস পাবে-
প্রতিটি অন্ধ জোনাকির খসে পড়া ডানার আত্মহননের অমিমাংসিত গল্পে।
আর পাবে সেই ইতিহাস
প্রতিটি নারীর দেবী সেজে থাকার বানিজ্যে।

মনোলীনা ,
এতো ইতিহাস ঘাটতে হবে না,
তারচেয়ে বরং তুমি আমার ধ্বংসের ইতিহাস দেখো।
তোমার কাছে গেলেই-
কেমন যেনো ভিজে মাটির মতো গলতে থাকি।
গলতে, গলতে একেবারে নষ্ট কাদা মাটি হয়ে যাই।
শখ করে তুমি সেই কাদা মাটি দিয়ে প্রাচীন ক্রীতদাসের মূর্তি বানাও।
সেই মূর্তি তুমি আবার অপ্রেমের রোদে পোড়াও।
তারপর গভীর রাতে গোপনে আমারই শরীরের অমিমাংসিত নষ্ট জলে আমাকেই ডুবিয়ে বিসর্জন করে দাও অবলীলায়।

মনোলীনা,
আজ তোমাকে আমি
পুরুষ সভ্যতা উথানের ইতিহাস শুনাবো।
যেদিন থেকে একজনও অ-পুরুষ
দেবী সেজে থাকা (হোক সে বানিজ্যে)নারীর পায়ের বেদীতে -
নিজেরই আংগুল কেটে রক্ত অঞ্জলী দিবে।
সেদিন থেকেই অ-পুরুষ দেবীর আশির্বাদে একটু একটু করে পুরুষ হয়ে উঠবে।

মনোলীনা,
আমি যেদিন পুরুষ হয়ে উঠবো
সেদিন তুমি সাবধানে থেকো।
আমি নিজেরই আংগুল কেটে রক্ত চুষে
তোমারই স্বাদ নিবো।
——————————
রশিদ হারুন
২৮/১১/২০১৯

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৭

রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
আপনার কবিতা পড়ে আজকে দিনটি শুরু করলাম।

২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:০০

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

২| ২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৪

হাবিব বলেছেন: দারুণ বিরহ গাঁথা কবিতায় ভালো লাগা রেখে গেলাম।

২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:০১

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৩| ২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:০৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অসাধারণ এক কবিতা পড়ে দিনের শুরু।

২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫০

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৪| ২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:০৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ

ভালো থাকুন।

২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫১

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৫| ২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৭

কনফুসিয়াস বলেছেন: চমৎকার। সিন্ধ শুভেচ্ছা।

২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫১

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৬| ২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৭

নার্গিস জামান বলেছেন: সুন্দর:)

২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫১

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৭| ২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৩৪

কৌটিল্যা বলেছেন: সুন্দর লিখেছেন। শুভ কামনা অবিরাম।

২৯ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৪

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.