নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

অনুভব

০৬ ই মে, ২০২০ রাত ৯:৫২


প্রতিদিন কত্তো কিছু যে উড়ে যায়!
-সকালে ঘুম ভাঙ্গলেই একটি অসমাপ্ত স্বপ্ন,
আকাশে সুতোকাটা ঘুড়ির সাথে পাল্লা দিয়ে একটি ডাহুক পাখি,
- ডাকবাক্স থেকে ‘মনোলীনা’র জন্য লেখা একটি চিঠি,
-বুক থেকে নিহত কিছু কবিতার শবদেহ,
- রাস্তায় হঠাৎ দেখা কিছু প্রতিবাদের শব্দ,
- সূর্য্য ডুবার সাথে সাথে একটি অসুখী ছায়া
- গোছলের সাথে একটি শারীরিক গোপন শোকগাথা।

সব উড়াল দিলেও কিছু কিছু বুকে ফিরে আসে গোপনে।
একদিন বারান্দায় বসা একটি প্রজাপতি
কখন যে একটি রঙিন পাখা ফেলে রেখে উড়ে গেলো,
-আমি জানিনা
অথচ সেই রঙিন পাখাটিতে তার স্বপ্ন, কষ্ট, বিরহ, দুঃখবোধ,
হাহাকার আর হারানোর কান্না রেখে গেলো
-আমার সারাজীবনের জন্য।

আসলে সব উড়ে যায় না বুক থেকে,
-প্রজাপতির পাখায় ভর করে অথবা অন্য ভাবে
-কিছু কিছু জিনিস ফিরে আসে সব সময়ই।
কেউ টের পায়
-কেউ সারাজীবন ও পায়না।
———————————————
রশিদ হারুন
০৬/০৫/২০২০

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০২০ রাত ১০:৩৪

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন ভাইসাহেব।

০৭ ই মে, ২০২০ রাত ১২:৩২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

২| ০৭ ই মে, ২০২০ রাত ২:৫৮

Rajibrpsoft বলেছেন: বেশ ভালো লাগলো

৩| ০৭ ই মে, ২০২০ রাত ৩:৫৩

নেওয়াজ আলি বলেছেন: মনোমুগ্ধকর ,ভালো লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.