নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
প্রতিরাতে আমি ডুবে যাই অঘুমের গভীর এক হাওরে,
আমাদেরই একান্ত ঘুম বিছানায়।
কোন কুলকিনারা না পেয়ে
ডুবতে ডুবতে শেষবারের মতো
লাইফ জ্যাকেট ভেবে
তোমার নিঃসঙ্গ বালিশটাকে যখনই বুকে আঁকড়ে ধরি।
তখনই নিঃসঙ্গ বালিশটাও
তারচেয়ে দ্বিগুন শক্তিতে আমাকে আঁকড়ে ধরে,
ধীরে ধীরে আমারা দু’জনেই ডুবি এক গভীর অঘুমের হাওরে।
তখন বেঁচে থাকার জন্য বালিশটার কি এক তীব্র ছটফটানি,আকুতি
আমাকে প্রচন্ড মনস্তাপে পোড়ায়।
তোমার ফেলে যাওয়া বালিশটার এই বেঁচে থাকার লজ্জাহীন তীব্র ছটফটানি আর আকুতি
যদি তোমাকে দেখাতে পারতাম,
তুমি কিন্তু খুব অবাক হতে।
—————————————
র শি দ হা রু ন
১৮/০৮/২০২০
১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ১:১৮
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
ভালো থাকবেন
©somewhere in net ltd.
১| ১৯ শে আগস্ট, ২০২০ রাত ৩:৪৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।